এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ১৮ এর পঞ্চায়েতের কোন-কোন অঙ্ক বলছে যে রাজ্যে ২০২১ আরেকটা পরিবর্তন হতে পারে?

১৮ এর পঞ্চায়েতের কোন-কোন অঙ্ক বলছে যে রাজ্যে ২০২১ আরেকটা পরিবর্তন হতে পারে?

রাজ্য রাজনীতিতে ২০১১ একটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ন বছর, কেননা সেই বছরেই ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে পরিবর্তন ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই পরিবর্তনের সূচনা হয়ে গিয়েছিল ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই। রাজ্য-রাজনীতিতে যে একটি পরিবর্তন ঘটতে পারে তার আভাস পাওয়া যাচ্ছিল ১০ বছর আগের সেই নির্বাচন থেকেই। পরিবর্তনের ঠিক ১০ বছর পর ‘পরিবর্তনের পরিবর্তন’ করতে মরিয়া গেরুয়া শিবির, তা হবে কিনা সেটা আপাতত ভবিষ্যতের গর্ভে। কিন্তু ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে যে সংখ্যাতত্বের হিসেব উঠে আসছে তাতে কিন্তু উৎসাহিত হতেই পারেন গেরুয়া শিবিরের নেতারা। কি কি সংখ্যাতত্বের হিসেব? একনজরে দেখে নেওয়া যাক সেই আশ্চর্য সমাপতন –

১. ২০০৮ সালের পঞ্চায়েতে তখন পর্যন্ত হওয়া সব পঞ্চায়েত নির্বাচনের মধ্যে সবথেকে বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে তৎকালীন শাসকদল বামফ্রন্ট
২০১৮ সালের পঞ্চায়েতে এখন পর্যন্ত হওয়া সব পঞ্চায়েত নির্বাচনের মধ্যে সবথেকে বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস
(এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করা হল না, কারণ বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই নিয়ে আদালতের দৃষ্টিভঙ্গি কি তা জানা যাবে আগামী ৩ জুলাই)

২. ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন শাসকদল বামফ্রন্ট পায় ৪৯.৫৭% ভোট
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৬.০১% ভোট

৩. ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস পায় ২৪.৫১% ভোট
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বর্তমান প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে ১৯.০১% ভোট

৪. ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন তৃতীয় শক্তি কংগ্রেস পায় ১৬.৩০% ভোট, পরবর্তীকালে যে ভোটব্যাঙ্ক ধীরে ধীরে তৎকালীন প্রধান বিরোধী দল তৃণমূলের সঙ্গে মিশে পরিবর্তন ঘটায় রাজ্য-রাজনীতিতে
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বর্তমান তৃতীয়শক্তি বামফ্রন্ট পেয়েছে ১০.০৩% ভোট এবং বিভিন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এই তৃতীয় শক্তির ভোটব্যাঙ্ক ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে বর্তমান প্রধান বিরোধী দল বিজেপির দিকে

৫. ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন চতুর্থ স্থানে থাকা বিজেপি পায় ৩.০৭% ভোট, যারা পরবর্তী বেশ কিছু বছর রাজ্য রাজনীতির সমীকরণ বদলে গুরুত্ত্বপূর্ন ভূমিকা নিতে পারে নি
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বর্তমান চতুর্থ স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ৩.৬৪% ভোট এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা বর্তমান সাংগঠনিক শক্তি নিয়ে এই মুহূর্তে রাজ্য-রাজনীতিতে সমীকরণ বদলানোর মত খুব বেশি সুবিধাজনক জায়গায় নেই তারা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!