এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিশেষ সম্মান ভারতকে

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিশেষ সম্মান ভারতকে

মে মাসের শেষ সপ্তাহে  ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই তিন দেশ সফর করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। ত্রিদেশীয় এই সফরের শেষ পর্যায়ে তিনি গেলেন সিঙ্গাপুর। আর সেখানেই এক অভিনব এবং নজরকারা সম্মানে ভূষিত হলেন তিনি। ভারতের প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ হলো একটি বিষেষ শ্রেণীর ক্রান্ত্রীয় ফুলের। সিঙ্গাপুর সফরকালে সিঙ্গাপুরের ন্যাশন্যাল অর্কিড গার্ডেন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী মোদীর আগমনকে সম্মান জানাতেই ‘ডেনড্রোব্রিয়াম’ অর্কিড প্রজাতি এবার থেকে  পরিচিত হবে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদী’ নামে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে  

হালকা বেগুনী রঙের এই ক্রান্তীর উদ্ভিদের এক একটি গাছ উচ্চতায় কম্পক্ষে ৩৮ সেন্টিমিটার অবধি হয়ে থাকে। আর সারিতে ফুল ধরে মোটামুটি ১৪ থেকে ২০টি করে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাতে ইংরেজিতে ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’ লেখা বোর্ড গাছের টবের সামনে রাখেন। এদিন তাঁর হাতে তুলে দেওয়া হলো ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’-র ছবি-সহ একটি স্মারক। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে সোস্যাল মিডিয়ায় ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য  সিঙ্গাপুরের ওই অর্কিড উদ্যানই ইউনেস্কোর তরফে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর স্বীকৃতি লাভ করা বিশ্বের একমাত্র ক্রান্তীয় উদ্যান। আর এখানেই বিশেষ সম্মানে সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!