এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিঙ্গুরের মাস্টারমশাই বিজেপিতে, প্রার্থী হওয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন মমতা!

সিঙ্গুরের মাস্টারমশাই বিজেপিতে, প্রার্থী হওয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন তিনি‌। সিঙ্গুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে দেখা গিয়েছিল মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনকার বিধায়ক সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে দল ক্ষমতায় আসার পর হরিপালের বিধায়ক বেচারাম মান্নার দ্বন্দ্ব মাঝেমধ্যে প্রকাশ্যে আসতে শুরু করে। এক্ষেত্রে সিঙ্গুরের গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমত চিন্তায় ফেলে দেয় ঘাসফুল শিবিরকে।

আর এই পরিস্থিতিতে 2021 সালের বিধানসভা নির্বাচনে বেচারাম মান্না এবং তার স্ত্রী টিকিট পেলেও টিকিট দেওয়া হয়নি প্রবীণ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। যার ফলে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। বর্তমানে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই মাস্টারমশাইকে নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন দলীয় প্রার্থীর সমর্থনে সিঙ্গুরে একটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্পর্কে মন্তব্য করতে দেখা যায় তাকে। তিনি বলেন, “মাস্টারমশাই কিভাবে বিজেপি টিকিটে দাঁড়ান‌! আমি অবাক হয়ে গিয়েছি। আমি বুঝিয়ে বলেছিলাম, আপনি বয়ঃজ্যেষ্ঠ। পরামর্শদাতা কমিটির সদস্য হয়ে দলকে পরামর্শ দিন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ প্রবীণ এই মাস্টারমশাই বিজেপিতে গিয়ে গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয় তিনি যে অনেকটাই হতবাক হয়ে গিয়েছেন, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবারের নির্বাচনে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্নাকে সমর্থন করবার জন্য মানুষের কাছে আবেদন জানালেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পেছনে ছিল নন্দীগ্রাম এবং সিঙ্গুরের অসামান্য ভূমিকা। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী যেমন বিজেপিতে, ঠিক তেমনই টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন সিঙ্গুরের প্রবীণ মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেই বয়ঃজ্যেষ্ঠ মাস্টারমশাইকে নিয়ে মন্তব্য করে রীতিমত শোরগোল ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!