এখন পড়ছেন
হোম > রাজ্য > সিঙ্গুর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখনো আদালতেট চক্কর কাটতে হচ্ছে বিধায়ক সহ কৃষকদের

সিঙ্গুর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখনো আদালতেট চক্কর কাটতে হচ্ছে বিধায়ক সহ কৃষকদের


বাম জামানায় সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে একাধিক মামলায় জড়িয়েছিলেন কৃষিজমি রক্ষা কমিটির আহ্বায়ক তথা বর্তমান বিধায়ক বেচারাম মান্না। এখনো বহু মামলায় ঝুলে আছে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের ভবিষ্যৎ। সেইসময়ের ৫ টি মামলার জন্য বারাসাতে এমপি এমএলএ স্পেশাল কোর্টে হাজিরা দিয়ে গেলেন বিধায়ক বেচারাম সহ সিঙ্গুরের ৬৩ জন অনিচ্ছুক চাষী। দলবদ্ধ হয়ে সিঙ্গুর থেকে বাসে করে বারাসাতে আসতে হয়েছে তাঁদের। এর জেরে বর্ষার মরশুমে চাষবাস ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদের।

জোর করে জমি অধিগ্রহনের বিরুদ্ধে সিঙ্গুরের অনিচ্ছুক চাষীরা আন্দোলন শুরু করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। আর তাঁদের সাপোর্টে সেদিন প্রতিবাদী ভূমিকায় ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে কৃষকদের জমি ফিরিয়ে দেবেন তিনি, এমনটাই ছিল তাঁর প্রতিশ্রুতি। এবং সেই কথামতোই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দিয়েছেন তিনি। সিঙ্গুর জমি আন্দোলন করতে গিয়ে সেসময়ের বাম সরকার যে যে মামলা করেছিল, তা প্রত্যাহার করার জন্য বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক বেচারাম মান্না ২০১১ সালের ২০ জুন চিঠি দিয়েছিলেন।

শ্যামাপদ কোলে,রমেশ কোলে,মানব পাঁজার মতো বহু অনিচ্ছুক চাষীদের দাবী, ২০১৪ সালের ৩০ জানুয়ারী ক্যাবিনেট মিটিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে সিঙ্গুরের ১১৮ টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে ৯১ টি মামলা বাতিল করা হলেও এখনো অধরা রয়েছে ২৭ টি মামলা। এর জেরে চাষের কাজ বন্ধ করে সুদূর হুগলি থেকে বারাসাত আসতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষবাস। প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর উদ্যোগের কোনো অভাব নেই। কিন্তু নীচুতলার গাফিলতির জন্য তাঁদের হয়রানির স্বীকার হতে হচ্ছে। এর মূল্য চোকাবে কে?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য, গত বছর ২০ ডিসেম্বর এবং এ বছরের ২৭ জুন বিধায়ক বেচারাম মান্না আইনমন্ত্রীকে চিঠি দিয়ে গোটা ঘটনাটাই জানিয়েছেন সমস্যা সমাধানের জন্য। প্রসঙ্গে তিনি বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথেষ্ট আস্থা আছে তাঁর। সঙ্গে জুড়ে আরো জানান,”মাঠে নেমে চাষিদের সঙ্গে আন্দোলন করেছিলাম। এখন চাষিদের নিয়ে আদালতে আসছি। সিঙ্গুরের এই চাষিদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!