এখন পড়ছেন
হোম > রাজ্য > সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য শুনলেন ‘গো-ব্যাক’ স্লোগান

সিঙ্গুরের বুকে দাঁড়িয়ে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য শুনলেন ‘গো-ব্যাক’ স্লোগান


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরে দাঁড়িয়ে সিঙ্গুর আন্দোলনের অন্যতম পুরোধা তথা স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত্রে দলীয় এক কর্মী শেখ নাসিরের বাড়িতে সবেবরাতের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন রবীন্দ্রনাথবাবু। সেই সময়েই, স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে ধরে ‘গো-ব্যাক’ স্লোগান সহ বিক্ষোভ দেখতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রবীন্দ্রনাথবাবু বিতর্ক না বাড়িয়ে তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে যান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, রবীন্দ্রনাথবাবুর সঙ্গে স্থানীয় আরেক দাপুটে নেতা তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্নার গোষ্ঠীদ্বন্দ্ব সুবিদিত। রবীন্দ্রনাথবাবুর মনোনীত বহু প্রার্থীই এবার দলীয় রাজনীতির শিকার হয়ে পঞ্চায়েতে টিকিট পাননি, তারমধ্যে সিঙ্গুরের ‘শহীদ’ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক অন্যতম। যে শেখ নাসিরের বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথবাবুকে ‘গো-ব্যাক’ স্লোগান শুনতে হল, তিনিও এবার দলীয় টিকিট পাননি, ফলে পঞ্চায়েতে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই, তাঁর বাড়িতে রবীন্দ্রনাথবাবুর পা পড়তেই বেচারাম মান্না গোষ্ঠীর লোকজন এসে বিক্ষোভ দেখতে শুরু করেন। আর এই ঘটনার পর সিঙ্গুরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ল শাসকদলের বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!