এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিঙুর কাছে টেনে নিচ্ছে বাম প্রার্থীকে, কোথাও কি অশনিসংকেত দেখছে তৃণমূল শক্তি?

সিঙুর কাছে টেনে নিচ্ছে বাম প্রার্থীকে, কোথাও কি অশনিসংকেত দেখছে তৃণমূল শক্তি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির পাশাপাশি নজর কেড়েছে বামেদের তরুণ তুর্কি দল এবং তাঁদের মধ্যে অন্যতম হলো সৃজন ভট্টাচার্য। সিঙুরের জমি আন্দোলন থেকে তৃণমূল বাম শক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এবার সেই সিঙুর থেকেই সিপিএম প্রার্থী হয়েছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক তরুণ মুখ সৃজন ভট্টাচার্য। প্রসঙ্গত, সিঙুরে তৃণমূলের আন্দোলনের ফসল রাজ্য থেকে বিদায় নিয়েছে টাটা। তবে একইসাথে রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, সিঙুরে শিল্পও গেছে, কৃষিও গেছে। শুক্রবার চন্দননগর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

তাঁর সঙ্গে ছিলেন সিঙ্গুরের জমি আন্দোলনের বিরুদ্ধে এবং শিল্প কারখানার পক্ষে জমি দানকারী ইচ্ছুক চাষী। তাঁর নাম- রবীন সাহানা। জানা গিয়েছে, গোপালনগর মৌজায় তাঁর ছ কাটা জমি ছিল। 10 বছর আগে বাংলার রাজনীতিতে জমি আন্দোলন নিয়ে কত ঝড় বয়ে গিয়েছে। সিপিএম নেতা গৌতম দেবের ব্যবস্থাপনায় তথ্যকেন্দ্রে মুখোমুখি আলোচনায় বসে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর উপস্থিতিতেও রাজভবনে বুদ্ধদেববাবু এবং মমতার বৈঠক হয়েছে। কিন্তু হাজার কাঠ-খড় পুড়িয়েও সিঙ্গুরের জমি সমস্যার সমাধান হয়নি। ফলস্বরূপ টাটা রাজ্য থেকে বিদায় নেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ক্ষমতায় আসার পর শিল্পের জমিতে সর্ষের দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিঙুরবাসীদের অধিকাংশই মনে করেন, শিল্প না হওয়ায় আখেরে ক্ষতি হয়েছে রাজ্যের। আর এবার সেই শিল্পকে সামনে এনে বেকারদের রোজগারের সুযোগ করে দেবার কথা বলে সিঙুরবাসীদের মন জয় করতে উদ্যোগী বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। গত লোকসভা ভোটে বিজেপির লিড ছিল এই কেন্দ্রে। আর এবার সেখানে লড়াইয়ে নেমেছেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সুতরাং খুব স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, অন্যান্যদের থেকে বাম প্রার্থীর লড়াই অত্যন্ত কঠিন।

অন্যদিকে বামেদের তরফ থেকে জানানো হচ্ছে, গতবার রুবীন দেব সিঙুর থেকে প্রার্থী হওয়ায় যত না সাড়া পড়েছিল, তার থেকে অনেক বেশি এবার মানুষের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে সৃজন ভট্টাচার্য্য প্রার্থী হওয়ায়। এটা অত্যন্ত ভালো খবর বামেদের কাছে বলে মনে করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজ্যের কর্মসংস্থান নিয়ে যুব গোষ্ঠীর মধ্যে একটা ক্ষোভ রয়েছে। সেই জায়গায় এবার দেখার সৃজন ভট্টাচার্য সিঙ্গুরের কৃষি আন্দোলনের বদলে শিল্প আনার কথা বলে, রোজগারের কথা বলে মানুষের মন জয় করতে পারেন কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!