এখন পড়ছেন
হোম > রাজ্য > সিঙ্গুরকে ভোলেননি তৃণমূল নেত্রী-6 কোটি টাকা ব্যয়ে সিঙ্গুর বাসীর জন্য অনন্য স্মারক নিয়ে আসছে রাজ্য সরকার

সিঙ্গুরকে ভোলেননি তৃণমূল নেত্রী-6 কোটি টাকা ব্যয়ে সিঙ্গুর বাসীর জন্য অনন্য স্মারক নিয়ে আসছে রাজ্য সরকার


সিঙ্গুর আন্দোলনের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরার জন্য ৬ কোটি টাকা ব্যয় করে ৪০ ফুট লম্বা একটি স্মারক স্তম্ভ তৈরি করবে রাজ্য সরকার।কাজ শুরু হওয়ার ৩০০ দিনের মধ্যেই ওই শহীদ স্মারক তৈরির কাজ সম্পন্ন হবে বলে খবর নবান্ন সূত্রে। স্মারকটি তৈরি করবে পূর্ত দপ্তর সেই উদ্দেশ্যে পূর্ত দপ্তরের হুগলি জেলার ওয়েস্ট এন্ড সার্কেল টু, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ইটেন্ডারও ডেকেছেন। টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে স্মারক স্তম্ভ তৈরীর কাজ।

নবান্ন সূত্রে খবর, সিঙ্গুর আন্দোলনে উদ্দেশ্যে নির্মিত এই স্মারক স্তম্ভ শুধু তাপসী মালিক ও অন্যান্য শহীদের স্মৃতিচারণই থাকবে না। পাশাপাশি থাকবে সিঙ্গুর আন্দোলন এর সমস্ত ইতিহাস। থাকবে জোর করে জমি দেওয়ার প্রতিবাদে কৃষক আন্দোলনের কথা। থাকবে মমতা বন্দোপাধ্যায়ের আন্দোলন অনশনের কথা। মুখ্যমন্ত্রী চান ভবিষ্যৎ প্রজন্ম যাতে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস জানতে পারে। আর সেই উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই সিঙ্গুর মনুমেন্ট।ভবিষ্যৎ প্রজন্মের সিঙ্গুর আন্দোলনের ইতিহাস জানার কথা মাথায় রেখে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন। সেই ইতিহাসকে আরো জোরালো করতে এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে সিংহেরভেরি মৌজাতে সরকারি জমিতে তৈরি হচ্ছে এই মনুমেন্ট। অনেক আগেই বামফ্রন্ট সরকার এই জমি অধিগ্রহণ করেছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধারে এই জমিটি হওয়ায় এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া সমস্ত মানুষ এটি দেখতে পাবেন বলে সরকারের এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত উল্লেখ্য,২০০৭ সালের সিঙ্গুর আন্দোলন ভিত নাড়িয়ে দিয়েছিল ৩৪ বছরের বাম সরকারের। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই সিঙ্গুরে টাটাদের কারখানা তৈরির জন্য সরকারের জোর করে জমি অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আন্দোলনের জেরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজভবনে গিয়ে চুক্তি করতে বাধ্য হন।

আন্দোলনের ফলে জমি অধিগ্রহণের কর্মসূচি থেকে সরকার  টাটাগোষ্ঠীও অসম্মত হয় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে।সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সেদিনই তিনি কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে কৃষকদের জমি ফিরিয়ে দেবেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে কথা রাখতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার শুধু জমি ফেরত দেননি পাশাপাশি সেখানে চাষের জন্য নানা রকমের বীজ সার প্রভৃতি বিনামূল্যে বিতরণ করেছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে সিঙ্গুরের কৃষক আন্দোলনের নেতা বিধায়ক বেচারাম মান্না বলেন, “আমাদের নেত্রী সিঙ্গুর আন্দোলনে সবসময় কৃষকদের পাশে ছিলেন। মমতা বন্দোপাধ্যায় এর জন্যই সিঙ্গুরে কৃষকরা জমি ফিরে পেয়েছেন। এ আন্দোলনের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার জন্য তিনি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছেন। সব আন্দোলনেরই স্মারক রয়েছে। সেই কথা ভেবে স্মারক তৈরি করে সিঙ্গুরকে সম্মান জানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তারই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গুরবাসিও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!