এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিঙুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই কি তৃণমূলের লড়াইয়ের রাস্তা সহজ করে দেবে? ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে

সিঙুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই কি তৃণমূলের লড়াইয়ের রাস্তা সহজ করে দেবে? ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে তৃণমূলের উত্থান হয়েছিল রাজ্যের জমি আন্দোলনের হাত ধরে। আর এই জমি আন্দোলনের সূত্রপাত হয়েছিল সিঙুরে। রাজ্যের তৎকালীন বাম শাসকের বিরুদ্ধে জোরদার লড়াই শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সিঙুরের জমি আন্দোলনের অন্যতম ছিলেন মুখ ছিলেন বেচারাম মান্না। আর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সিঙুর থেকে তৃণমূলের হয়ে লড়াই করার। সেই উদ্দেশ্যেই তিনি বুধবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন। অন্যদিকে বেচারাম মান্নাকে কাছে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত সিঙুর বিধানসভা কেন্দ্রের মানুষ। এদিন সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তৃণমূলের প্রার্থী বেচারাম মান্না।

এতদিন পর্যন্ত তৃণমূলের বিধায়ক পদে ছিলেন সিঙুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মাস্টারমশাইয়ের বদলে বেচারাম মান্নাকেই সিঙুরের প্রার্থী করেন তৃণমূল নেত্রী। কারণ হিসেবে অবশ্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য বয়সোজনিত অসুস্থতাকে তুলে ধরা হয়। কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য টিকিট না পেয়ে দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে গেরুয়া শিবিরে যোগ দেন রাতারাতি। এবং বিজেপির পক্ষ থেকে তাঁকে সিঙুর এলাকায় বিজেপি প্রার্থী করা হয়। আর তারপরেই দেখা গেছে সিঙুরের স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা। অন্যদিকে সিঙুরের প্রার্থী বদল নিয়ে এখনো পর্যন্ত বিজেপি কোন সিদ্ধান্ত গ্রহণ না করলেও তৃণমূল কিন্তু জোরদার প্রচার চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেচারাম মান্না নিজেই জানিয়েছেন, প্রথম দিনের প্রচারে তিনি রীতিমতো ঝড় তুলে দিয়েছেন। বেচারাম মান্না এবার সিঙুরে অতীতের সব রেকর্ড ভেঙে জয়ের দাবি করেছেন। আগের দুটি বিধানসভা ভোটে বেচারাম মান্না হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন এবং সেখানে তিনি দুবারই জয়লাভ করেছেন। এবার সিঙুর থেকে বেচারাম মান্নাকে দাঁড় করিয়ে হরিপালের দায়িত্ব দেওয়া হয়েছে বেচারাম মান্নার স্ত্রীকে। বিশেষজ্ঞদের মতে, সিঙুরে কিন্তু বেচারাম মান্না ইতিমধ্যেই বেশ কয়েক কদম এগিয়ে গেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপির প্রার্থী করার কারণে।

কারণ, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করার পরেই স্থানীয় বিজেপি শিবিরের প্রবল বিক্ষোভ প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা জানিয়ে দিয়েছেন, তাঁরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মনোনীত প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে কোন প্রচার চালাবেননা। সেক্ষেত্রে যদি বিজেপি তাঁদের সিদ্ধান্ত বদল না করে, তাহলে সিঙুরে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না যে অবশ্যই জয়ের মুখ দেখবেন, সে কথা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!