এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিঙ্গুরে বিজেপির কৃষক সুরক্ষা যাত্রা, স্থানীয় কৃষকদের বিক্ষোভের মুখে লকেট চ্যাটার্জী

সিঙ্গুরে বিজেপির কৃষক সুরক্ষা যাত্রা, স্থানীয় কৃষকদের বিক্ষোভের মুখে লকেট চ্যাটার্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কৃষি বিল নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে দেশজুড়ে। কিছুদিন আগেই সংসদের বাদল অধিবেশনের হাত ধরে কৃষি বিলকে কেন্দ্র করে তৈরি হয় ধুন্ধুমার পরিবেশ। দেশজুড়ে কৃষকেরা এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেছে। অন্যদিকে কৃষকদের সঙ্গে একইভাবে কড়া ভাষায় বিরোধিতা জারি রেখেছে দেশের বিরোধী শক্তি গুলি। অন্যদিকে পশ্চিমবঙ্গেও ছবিটা কিছু আলাদা নয়। কৃষি বিলের বিপক্ষে ইতিমধ্যেই রাজ্যের কৃষকরা মুখ খুলতে শুরু করেছেন।

পাশাপাশি এরাজ্যে বিরোধীদলগুলিও তীব্র নিন্দা শুরু করেছে কৃষি বিলের। এই অবস্থায় তড়িঘড়ি অবস্থা সামাল দিতে রাজ্য বিজেপি আসরে নামল। এবং কৃষি আইন কে সমর্থন করে সোমবার সিঙ্গুরে একটি কৃষক যাত্রা করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু এই অভিযানে আক্ষরিক অর্থে বিপাকে পড়তে হলো বিজেপি নেত্রী লকেটকেই। কারণ এদিন সিঙ্গুরের গোপালনগর সাউপাড়ার কাছে বিজেপির মিছিল পৌঁছাতেই স্থানীয় কৃষকেরা কালো পতাকা নিয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে।

খুব স্বাভাবিকভাবেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে এই ঘটনায় বিজেপি সম্পূর্ণ দায় চাপিয়েছে বিরোধীদল তৃণমূলের উপর। তাঁদের দাবি, শান্তিপূর্ণ মিছিলে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াতে তৃণমূল এসব করিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক তথা হুগলি জেলার তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষাল এদিন বলেন, সিঙ্গুরে বিজেপির বিরুদ্ধে যা হয়েছে তা স্বতঃস্ফূর্ত কৃষকদের বিক্ষোভ। এখানে তৃণমূলের কিছু করার নেই। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, রাজ্যে তৃণমূল সিঙ্গুরের উপর ভিত্তি করে ক্ষমতায় এলেও এখনো পর্যন্ত সিঙ্গুরে কোন উন্নতি হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি। সিঙ্গুরের সাথে তৃণমূল বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি জানিয়েছেন এদিন বিজেপি নেত্রী। অন্যদিকে প্রবীর ঘোষ  জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে মহামিছিল হবে। যেখানে যোগ দেবেন হরিপাল এবং সিঙ্গুর সংলগ্ন এলাকার সমস্ত কৃষক। প্রসঙ্গত, 2008 সাল থেকে সিঙ্গুরে একের পর এক নির্বাচন জিতেছে তৃণমূল। কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে এসে হোঁচট খেতে হয় তৃণমূলকে। হুগলি লোকসভার অন্তর্গত সিঙ্গুর বিধানসভায় বিজেপি প্রায় 50 হাজারের লিড নেয়।

এর ফলস্বরূপ তৃণমূলকে হুগলি লোকসভা তুলে দিতে হয় বিজেপির হাতে। তবে সম্প্রতি কৃষি বিলকে কেন্দ্র করে হুগলি লোকসভায় সিঙ্গুরের মাটিতে তৃণমূল আবার ঘুরে দাঁড়াতে চাইছে বলে মনে করা হচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে যা অত্যন্ত উল্লেখযোগ্য বলে দাবি বিশেষজ্ঞদের। রাজনৈতিক মহলের মতে, কৃষি বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের তরজা উঠেছে তুঙ্গে। তবে এদিন সিঙ্গুরে লকেট চ্যাটার্জ্জীকে যেভাবে কৃষক বিক্ষোভের মুখে পড়তে হল, তাতে কিন্তু বিজেপির আকাশে অশনি সংকেত দেখছেন অনেকেই। অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের সঙ্গে নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!