এখন পড়ছেন
হোম > রাজনীতি > সিঙ্গুরে শুধুই অনুন্নয়ন, পরিবর্তনের মাটিতে ক্ষোভের আবহ, চাপে রাজ্য !

সিঙ্গুরে শুধুই অনুন্নয়ন, পরিবর্তনের মাটিতে ক্ষোভের আবহ, চাপে রাজ্য !

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় সিঙ্গুর থেকেই রাজ্যে পরিবর্তনের পথ প্রশস্ত করেছিল বর্তমান তৃণমূল সরকার। কিন্তু পরবর্তীতে সিঙ্গুরে কারখানা করতে না দেওয়া থেকে শুরু করে নানা বিষয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতে শুরু করে বিরোধীরা। বর্তমানে বিরোধীদের অভিযোগ, সিঙ্গুরের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে শুধু কৃষিজমি নষ্ট করাই নয়, গ্রামের রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, সবকিছুই এখন কার্যত অবহেলিত একদা পরিবর্তনের আঁতুড়ঘরে। আর সেই কারণেই একসময় যে সিঙ্গুর থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিঙ্গুরের মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ।

সূত্রের খবর, প্রায় তিন বছর আগে সিঙ্গুরের বিঘাটি ও বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের অন্তর্গত একটি রাস্তার ফলক লাগানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। যার জেরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের আবহ তৈরি হয়েছে। কেন এখনও পর্যন্ত কাজ শুরু হল না, শুধুমাত্র ফলক লাগিয়ে প্রচার করছে রাজ্য, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও বা ঠিকাদার সংস্থার ওপরেই পুরো দায় চাপিয়েছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান।

বিশেষজ্ঞদের মতে, এর ফলে কার্যত চাপের মুখে পড়ে গেল রাজ্য প্রশাসন। বারবার উন্নয়নের ফিরিস্তি দিতে দেখা যায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে সিঙ্গুরের এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে রাজ্য যে অনেকটাই বেকায়দায় পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!