এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সিঙ্গুরে শুরু বিজেপির আন্দোলন, কড়া হুঁশিয়ারি সুকান্তর! জেনে নিন!

সিঙ্গুরে শুরু বিজেপির আন্দোলন, কড়া হুঁশিয়ারি সুকান্তর! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কৃষকদের অধিকার নিয়ে আজ থেকে তিন দিন ব্যাপী সিঙ্গুরে অবস্থান-বিক্ষোভে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির একাংশ আশঙ্কা করছেন যে, সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন দিয়ে তাদের এই আন্দোলনে বাধাদান করা হতে পারে। তবে বাধা দেওয়া হলে তারা যে ছেড়ে কথা বলবে না, তা প্রথম থেকেই জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির। আর এবার আন্দোলন শুরু হওয়ার দিনেই এই ব্যাপারে সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে সিঙ্গুরে যদি বাধা দেওয়া হয়, তাহলে এই আন্দোলন আরও বাড়বে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের তরফে বিজেপির রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “গত 40 বছর ধরে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। বিজেপির টার্গেট ক্ষমতায় আসা নয়। বিজেপি চায়, পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে। আর সেই কারণে কৃষকদের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। যদি আমাদের এই আন্দোলনে বাধা দেওয়া হয়, তাহলে সেই আন্দোলন আরও তীব্রতর হবে। প্রয়োজনে আমিও সেখানে ধর্নায় বসব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সুকান্ত মজুমদার এই কথা বলে রাজ্য সরকারকে বার্তা দিতে চাইলেন। বিজেপির এমনিতেই আশঙ্কা রয়েছে যে, এই আন্দোলন শুরু হলে সরকারের পক্ষ থেকে তাতে বাধাদান করা হতে পারে। তাই আগেভাগেই এই ব্যাপারে সরকারকে সচেতন করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!