এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সিঙ্গুরে থেকেই বড় আন্দোলনের ডাক, কম্পন ধরতে চলেছে নবান্নের!

সিঙ্গুরে থেকেই বড় আন্দোলনের ডাক, কম্পন ধরতে চলেছে নবান্নের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় সিঙ্গুর থেকেই আন্দোলন শুরু করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তাকে চাপে রাখতে পাল্টা বিজেপির পক্ষ থেকে তিনদিন ব্যাপী সিঙ্গুরে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। স্বাভাবিকভাবেই বিজেপি তিনদিন অবস্থান-বিক্ষোভ করেই থেমে থাকবে, নাকি তাদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে, তা নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছিল জল্পনা।

তবে আন্দোলন শেষ হওয়ার দিনেই এই ব্যাপারে বড় ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। এখানে আগামীদিনে ব্লকে ব্লকে কৃষকদের দাবিদাওয়া নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি। আর তারপরেই নবান্ন অভিযান করা হবে বলেও শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপির শেষদিনের সিঙ্গুর আন্দোলন থেকে এই ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “আগামী 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিডিওদের কাছে কৃষকরা তাদের দাবি জমা দেবেন। কিন্তু তারপরেও যদি কাজ না হয়, তাহলে কৃষকদের নিয়ে আমরা নবান্ন অভিযান করব।”

বলা বাহুল্য, কিছুদিন আগেই এই সিঙ্গুর আন্দোলনে উপস্থিত হয়ে রাজ্য সভাপতির কাছে নবান্ন অভিযান করার অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার তার অনুরোধেই হয়ত বা সীলমোহর দিয়ে দিলেন সুকান্ত মজুমদার। যার জেরে আগামী দিনে যদি বিজেপি এই পথে হাঁটতে শুরু করে, তাহলে নবান্নের অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!