এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিঙ্গুরে ভেঙে যাওয়া কোমড় এখনও সোজা হল না তৃণমূলের! আবারো লাগল বড়সড় ‘গণতন্ত্রের থাপ্পড়’!

সিঙ্গুরে ভেঙে যাওয়া কোমড় এখনও সোজা হল না তৃণমূলের! আবারো লাগল বড়সড় ‘গণতন্ত্রের থাপ্পড়’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেলো তৃণমূল সিঙ্গুরে। এই সিঙ্গুড়েই এককালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটা কোম্পানির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন চালিয়েছিলেন। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির গড়েছিলেন। সেই ইতিহাসের উপর ভর করেই 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 9 বছরের মাথায় তাহলে কি তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকলো?

সিঙ্গুরের সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু সেরকমই বলছে। সম্প্রতি সিঙ্গুরে কৃষি সমবায় উন্নয়ন সমিতির একটি নির্বাচন ছিল। আর সেখানেই ব্যাপকভাবে পরাজিত হয়েছে তৃণমূল। সমিতির মোট আসন ছিল 540 এবং তার মধ্যে 477 টি আসনই অধিকার করে নিয়েছে বিরোধীরা। তৃণমূলের হাতে এসেছে মাত্র 63 টি আসন। যা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্বকে চূড়ান্ত অস্বস্তির মুখে ফেলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2019 এর লোকসভা নির্বাচনে দেখা গেছে, হুগলি জেলায় তৃণমূল ব্যাপকভাবে পিছিয়ে যায় গেরুয়া শিবিরের কাছে।

তারমধ্যে সিঙ্গুর অন্যতম। এই অবস্থায় রাজনৈতিক মহলের একাংশের দাবি, সাম্প্রতিককালে তৃণমূল শিবির সিঙ্গুরের জন্য এমন কিছু করে উঠতে পারেনি, যেখানে তৃণমূলের জনসমর্থন ব্যাপক আকারে বৃদ্ধি পায়। পরপর দুবার তৃণমূলের হার যথারীতি প্রশ্নচিহ্ন তুলছে বিধানসভা নির্বাচনের দিকে। অন্যদিকে বিরোধীরা সিঙ্গুরে 477 টি আসন জিতে যথারীতি আনন্দিত ও উত্তেজিত। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই জয় যথারীতি বিরোধীদের আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়িয়ে দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জেতার পর বিরোধীদের দাবি,যে শহর থেকে তৃণমূল শিবিরের উত্থান হয়েছিল আজ সেই তৃণমূলের পতনের সাক্ষী হতে চলেছে সিঙ্গুর। বিরোধীরা জোর গলায় দাবি করেছে, এদিন বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের একঝলক দেখা হয়ে গেল আজ সিঙ্গুরের মাটিতে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল নেত্রী লোকসভা নির্বাচনের আগে যেভাবে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, গণতন্ত্রের থাপ্পড় মারতে চান অর্থাৎ গণতান্ত্রিকভাবে গেরুয়া শিবিরকে হারিয়ে দিতে চান।

কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল শিবির জিতলেও বাংলায় গেরুয়া শিবিরও যথেষ্ট সদর্থক ভাবে এগিয়ে এসেছে রাজনৈতিক মঞ্চে। এবং তারপর থেকে তৃণমূল শিবিরের হারের সাথে জড়িয়ে গেছে ‘গণতন্ত্রের থাপ্পড়’ কথাটি। এদিনও সিঙ্গুরের মাটিতে সমবায় নির্বাচনে হারের পর বলা হচ্ছে, তৃণমূল শিবিরে লাগলো গণতন্ত্রের থাপ্পড়। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবির যদি তাদের হার থেকে শিক্ষা নিয়ে সাবধান না হয়, তাহলে আগামী দিনে শাসকদলের জন্য অপেক্ষা করে আছে আরো বড়সড় বিপর্যয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!