এখন পড়ছেন
হোম > জাতীয় > শিয়রে ভোট, একাধিক রাজ্যকে নিয়ে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

শিয়রে ভোট, একাধিক রাজ্যকে নিয়ে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর দেশের একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। যে রাজ্যগুলি হলো উত্তর প্রদেশ, পাঞ্জাব, মনিপুর, উত্তরাখান্ড, গোয়া, হিমাচল প্রদেশ, গুজরাট। আগামী বছরের ফেব্রুয়ারি, মার্চ মাসে ভোট রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে। এরপর ভোট রয়েছে হিমাচল প্রদেশ, গুজরাটে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রথম দফার রাজ্যগুলিকে নিয়ে বিশেষ পর্যালোচনা চলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। আগামী বিধানসভা নির্বাচনের বেশ কিছু পরিকল্পনা নির্ধারণ করা হয় এই বৈঠকে।

গতকাল বিজেপির সদর দপ্তরে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক চলে। গতকাল সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানি, নরেন্দ্র সিং তোমরের বৈঠক চলে। গতকাল বিকেলে বিজেপির সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পাঁচটি রাজ্যকে নিয়ে এই বৈঠকে আলোচনা চলে।

এই রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পর রূপায়ণ নিয়ে বৈঠকে আলোচনা চলে। সম্প্রতি বিজেপির উদ্বেগ বাড়ছে উত্তর প্রদেশ রাজ্যকে নিয়ে। উত্তরপ্রদেশে বিজেপির গড় শক্তিশালী হলেও, সদ্য পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হয়ে পড়েছে বিজেপি। করোনা নিয়ন্ত্রণ, গঙ্গায় মৃতদেহ ফেলে দেওয়া, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে বারবার একাধিক বিরোধীদলের তোপের মুখে পড়েছে বিজেপি। বিরোধী দল মহাজোট গঠন করে বিজেপিকে বড়সড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বেশকিছু মন্ত্রী-বিধায়কের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আবার সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি নেতা বিএল সন্তোষ, রাধামোহন সিং ও বেশকিছু আরএসএস নেতা উত্তরপ্রদেশে বৈঠক করেছেন। ইতিপূর্বে জানা গিয়েছিল, যোগী আদিত্যনাথের উপরে তেমন একটা ভরসা করছেন না দলের শীর্ষ নেতৃত্ব। তবে, পরবর্তীতে জানা গেছে, যোগী আদিত্যনাথকে সামনে রেখেই আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির।

অন্যদিকে, পাঞ্জাব রাজ্যে কংগ্রেসের মধ্যে বেশকিছু বিরোধ তৈরি হলেও, কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরোধিতা করে বিজেপির শরিক অকালি দল এনডিএ থেকে বেরিয়ে এসেছে। তাই এই রাজ্যে যথেষ্ট কঠিন লড়াই করতে হবে বিজেপিকে। আবার, গোয়াতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাতে নেমেছেন কংগ্রেস থেকে আসা বেশকিছু মন্ত্রীরা। উত্তরাখণ্ডে বেশ কিছু নেতার আপত্তির কারণে সম্প্রতি মুখ্যমন্ত্রী পদে বদল ঘটানো হয়েছে। মনিপুর রাজ্যে নতুন করে রাজ্য সভাপতি নিয়োগ করা হয়েছে। এই রাজ্যগুলোকে নিয়ে বিশেষ ভাবে চিন্তা ভাবনা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফল না আসায়, এই রাজ্যগুলিকে নিয়ে বিশেষ ভাবে চিন্তা বাড়ছে বিজেপির। আবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় একাধিক বিরোধীদলকে উদ্বুদ্ধ করেছে। অনেক ক্ষেত্রে বিরোধীরা জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারে। তাই সমস্ত দিক থেকেই উদ্বেগ বাড়ছে বিজেপির। এ কারণেই সময় থাকতেই নির্বাচনের কাজ শুরু করে দিতে চায় বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!