এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শীর্ষ নেতৃত্বের রোষের মুখে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী সহ তিন হেভিওয়েট নেতা, গেল শোকজের নোটিশ!

শীর্ষ নেতৃত্বের রোষের মুখে রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী সহ তিন হেভিওয়েট নেতা, গেল শোকজের নোটিশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে তৃণমূলের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই কার্যত অস্বস্তিতে পড়ে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের নামের তালিকা তৈরি করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এক্ষেত্রে জেলা থেকে তালিকা তৈরি করে তা রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জেলা নেতৃত্বের পক্ষ থেকে সেই তালিকা তৈরি করে বেশ কিছু নেতাকে শোকজের উদ্যোগ নেওয়া হয়েছে। আর এবার বাঁকুড়া জেলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ দুই হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের শোকজ করতে উদ্যোগ হল জেলা তৃনমূল নেতৃত্ব।

জানা গেছে, সম্প্রতি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদের একটি তালিকা জেলায় পাঠানো হয়। আর সেই তালিকার ওপর ভিত্তি করেই বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল তিন তৃণমূল নেতাকে শোকজ করেন। যার মধ্যে রয়েছেন বিষ্ণুপুর পৌরসভার বর্তমান পৌরপ্রধান তথা প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ এবং তালডাংরা ব্লক যুব তৃনমূলের সভাপতি তাপস সুর। আর রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ তিন হেভিওয়েট নেতাকে এভাবে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে শোকজের চিঠি ধরানোয় এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, এতকাল তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এবার যেভাবে ছোট থেকে বড় নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল, তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে তারা নিজেদের ভাবমূর্তিতেই জোর দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু ঠিক কী কী অভিযোগ রয়েছে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে?

জানা গেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তার ছেলের এনজিও মারফত ত্রাণ বিলি করার অভিযোগ রয়েছে। অন্যদিকে পার্থপ্রতিম সিংয়ের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আর তাপস সুরের বিরুদ্ধে চাল বিলি না করার মত অভিযোগ রয়েছে। এদিন এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল বলেন, “শোকজ করা মানেই তারা কেউ দোষী নয়। শোকজের চিঠি যেমন পাঠানো হয়েছে, তেমনই দলের তরফেও তদন্ত হচ্ছে। তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আবার নির্দোষও বলা যায় না। তারা কি উত্তর দেন, তাও সমানভাবে তদন্তে গুরুত্ব পাবে।”

আর রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিরুদ্ধে যেভাবে শোকজের চিঠি এল, তাতে কি বলছেন শ্যামাপ্রসাদবাবু? এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর লড়াইকে সামনে রেখে সমস্ত বিষ্ণুপুরবাসীকে সাহায্য করেছি। জেলা সভাপতি কি করছেন, সেটা আগে জানান।” একাংশের মতে, গোটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এই ঘটনা নিয়ে তৃণমূলে এখন দ্বন্দ্বও শুরু হতে পারে। ফলে যেভাবে তৃণমূল নেতা শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়ে শোকজের চিঠি পেলেন, তাতে তারা শেষপর্যন্ত দলকে কি উত্তর দেন এবং তাদের উত্তরে তৃণমূল কতটা সন্তুষ্ট হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!