এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় নেতার খুনিকে নিয়ে বিস্ফোরক শিশির অধিকারী, জেনে নিন

দলীয় নেতার খুনিকে নিয়ে বিস্ফোরক শিশির অধিকারী, জেনে নিন


শারদ উৎসবে মহা নবমীর রাতে দলীয় কার্যালয়ে খুন হয়েছিলেন মাইসোরার তৃণমূল নেতা কুরবান শা। যে ঘটনার পরই রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল উঠতে শুরু করে। নিহত এই তৃণমূল নেতাকে খুনের পেছনে জড়িত বিজেপির আনিসুর রহমান দায়ী বলে প্রথম দিনই দাবি করেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী।

পাশাপাশি দোষীদের দ্রুত ধরে আইন আইনের পথে চলবে বলে জানিয়ে দেন তিনি। আর এরপরই পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে কুরবান শা খুনের ঘটনায় একজনকে ধরা গেলেও মূল অভিযুক্ত আনিসুর রহমান এবং তার সঙ্গী শেখ মোবারককে ধরা যায়নি।

ইতিমধ্যেই ব্যাপারে মৃত তৃণমূল নেতার পরিবারের তরফে সিআইডি তদন্তের দাবি করা হয়েছে। আর এবার বৃহস্পতিবার সেই নিহত তৃণমূল নেতার স্মরণসভায় গিয়ে সেই সিআইডি তদন্ত নিয়ে সকালের পাশাপাশি মূল অভিযুক্তকে ধরার ব্যাপারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী।

তিনি বলেন, “আমাদের আর কিছুদিন সময় দিন। দোষী পুলিশের জালের মধ্যেই আছে। তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। কুরবানকে এর আগে একাধিকবার খুনের চেষ্টা করা হয়েছিল। উৎসবের রাতে মানুষজনের ভিড় ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার সুযোগ নিয়ে দোষী এই নির্মম কাজ করেছে। সে কোনোভাবেই ছাড় পাবে না।” বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারীর মত শিশির অধিকারীও এদিন দলীয় নেতা কুরবান শা খুনে যে অভিযোগের আঙুল তুলেছেন সেই আনিসুর রহমানের দিকে, তা বুঝতে বাকি নেই কারোরই।এদিন নিজের ভাইয়ের মৃত্যুর তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নিহত তৃণমূল নেতার দাদা আফজল শা বলেন, “দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের পাশাপাশি সিআইডি তদন্ত করুক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে সিআইডি তদন্তের দাবি জানানো হলে এদিন এই প্রসঙ্গে তাদের আশ্বস্ত করেন শিশির অধিকারী। তিনি বলেন, “ওনাদের দাবি যেখানে পৌঁছনোর পৌঁছে গিয়েছে। পরিবার চাইলে সিআইডি তদন্ত হতে পারে। তবে দোষী পুলিশের জালের মধ্যেই আছে।” অর্থাৎ “দোষী পুলিশের জালের মধ্যেই আছে” একথা বারবার বলে শিশিরবাবু প্রমাণ করে দিতে চাইলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি নেতা আনিসুর রহমানই জড়িত বলে মনে করছে একাংশ।

এদিকে এদিন বাম এবং বিজেপির সমঝোতার অভিযোগ তুলেও সরব হতে দেখা যায় এই হেভিওয়েট তৃণমূল সাংসদকে। পাশাপাশি নিহত তৃণমূল নেতার স্ত্রীকে প্রথমে ব্যাংকে চাকরি দেওয়ার কথা হলেও তিনি ব্যাংকে চাকরি করার আপত্তি জানানোয় তার দাবিমতো প্রাথমিকে চাকরি দেওয়ার ব্যাপারটি এদিনের স্মরণসভার পরেই বিবেচনা করার আশ্বাস দেন শিশির অধিকারী। সব মিলিয়ে তৃণমূল নেতা কুরবান শার খুনে পরোক্ষে নাম না করে বিজেপি নেতা আনিসুর রহমানকেই কাঠগড়ায় তুললেন শিশির অধিকারী বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!