এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিশু পাচার কাণ্ডে অভিযুক্তের সঙ্গে বিজেপি যোগের বিস্ফোরক অভিযোগ,সাংসদের পদত্যাগের দাবি তৃণমূলের

শিশু পাচার কাণ্ডে অভিযুক্তের সঙ্গে বিজেপি যোগের বিস্ফোরক অভিযোগ,সাংসদের পদত্যাগের দাবি তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে বাঁকুড়ায় শিশু পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়ার বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। ৫ জন শিশুকে পুলিশ উদ্ধার করে। এরপর গত বুধবার এই ঘটনায় অভিযুক্ত কমলকুমার রাজোরিয়ার স্ত্রী ও পুত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও গোয়েন্দারা। এরপরই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথে নামে তৃণমূলের শিক্ষক সংগঠন। এই ঘটনার সঙ্গে বিজেপি সাংসদ সুভাষ সরকারের যোগ থাকার অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি তোলা হয়।

এরপর জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করা হয়েছে একাধিক সংগঠনের পক্ষ থেকে। গতকাল তৃণমূলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এই ঘটনার প্রতিবাদে পথে নামে। বাঁকুড়া শহরের একাধিক স্থানে গতকাল তৃণমূলের শিক্ষক সংগঠনের মিছিল চলে। এরপর বাঁকুড়া জেলার শিক্ষা দপ্তরের ডিআই, জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ দেখান শিক্ষকেরা।

এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানিয়েছেন যে, জওহর নবোদয় বিদ্যালয় এর অভিযুক্ত অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়াকে একাধিকবার বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল। বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে তাঁর সঙ্গে এক মঞ্চে দেখা গেছে। তাই এই ঘটনার দায় মাথায় নিয়ে সাংসদের পদত্যাগ করা উচিত। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর, এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার জানিয়েছেন যে, তৃণমূল কি বলছে? তা নিয়ে তাঁর কোন মাথাব্যথা নেই। অনেক আগেই তিনি পরিষ্কারভাবে জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেদিকে প্রশাসনের নজর দেয়া প্রয়োজন।

অন্যদিকে, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের পুলিশ ও তদন্ত সংস্থার উপরে তাঁদের কোন আস্থা নেই। এই ঘটনার প্রকৃত তদন্তের জন্য প্রয়োজনে সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি করেছেন তিনি। তিনি জানালেন, তাঁরা চাইছেন তদন্তে প্রকৃত সত্য উঠে আসুক। প্রকৃত দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হোক।

এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর বন্ধ করা প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন, মানুষের নজর ঘুরিয়ে দিতেই এভাবে সাংসদের উপর অভিযোগ আঙ্গুল তোলা হচ্ছে। এভাবে, শিশু পাচার কান্ড নিয়ে ব্যাপক চাপানউতোর বিজেপি ও তৃণমূলের। একদিকে যখন বিজেপি সাংসদের পদত্যাগের দাবি করছে তৃণমূল। অন্যদিকে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!