এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিশুদের টিকাকরনের জন্য কবে থেকে নাম নথিভুক্ত করতে হবে? কিভাবে করতে হবে? বিশেষ ঘোষণা কেন্দ্রের

শিশুদের টিকাকরনের জন্য কবে থেকে নাম নথিভুক্ত করতে হবে? কিভাবে করতে হবে? বিশেষ ঘোষণা কেন্দ্রের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী সোমবার অর্থাৎ ৩ রা জানুয়ারি থেকে দেশের ১৫ থেকে ১৮ বছরের শিশু, কিশোরদের জন্য শুরু হতে চলেছে ভ্যাকসিনেশন। জাইকভ ডি, কোভ্যাক্সিনকে শিশুদের ভ্যাকসিনেশনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। শিশুদের টিকা করনের জন্য নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে ১ লা জানুয়ারি শনিবার থেকে। কো উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। আধার কার্ড না থাকলেও শিশুরা নাম নথিভুক্ত করাতে পারবে।

পূর্বের মতোই কো উইন অ্যাপের এ গিয়ে প্রথমে মোবাইল নম্বর রেজিস্টার করাতে হবে। তারপর মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিয়ে প্রবেশ করা যাবে। এরপর সেখানে নিজের নাম লিখতে হবে, ফটো আইডি টাইপ দিতে হবে, বয়স লিখতে হবে, কোন কোমর্বিডিটি আছে কিনা? সে বিষয়ে জানাতে হবে। তবে, শিশুদের জন্য কো উইন অ্যাপে আলাদা স্লট করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভ্যাকসিন পাবার জন্য নাম নথিভুক্ত করতে আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়নি। স্কুলের আইডি কার্ড বা অন্য কোনো পরিচয় পত্র দিয়েও ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করা যাবে। প্রসঙ্গত শিশুদের মধ্যে অনেকেরই আধার কার্ড নেই, তাদের নাম কিভাবে নথিভুক্ত করা হবে? এ নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন। তাই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়নি।

কো উইন অ্যাপের প্রধান ডঃ আর এস শর্মা জানিয়েছেন, যেসব শিশুদের আধার কার্ড নেই, তাদের কথা চিন্তা করেই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কো উইন অ্যাপের মধ্যে ছোটদের নাম নথিভুক্ত করার জন্য একটি আলাদা স্লট তৈরি করা হয়েছে। যেখানে ঢুকে ছাত্র-ছাত্রীরা নিজেদের পরিচয় পত্রের সাহায্যে তাদের নাম নথিভুক্ত করতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!