এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচি কাণ্ডে বড়োসড়ো পদক্ষেপ সিআইডির, সমস্যায় পড়তে পারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা

শীতলকুচি কাণ্ডে বড়োসড়ো পদক্ষেপ সিআইডির, সমস্যায় পড়তে পারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১০ ই এপ্রিল চতুর্থ দফার ভোট গ্রহণের দিনে কোচবিহার জেলার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন মানুষের মৃত্যু হয়। যে ঘটনায় তীব্র শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতির অন্দরে। ঘটনার তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় তিনি জানিয়েছিলেন যে, তৃণমূল সরকার ক্ষমতায় ফিরে এলে, এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। এরপর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সিআইডিকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি। এরপর থেকেই ঘটনার তদন্তে নেমে পড়েছে সিআইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। গুলি লেগে চারজন মানুষের মৃত্যু হয়। ঘটনার তদন্ত করতে সেদিন এই বুথে কর্মরত ৪ জন সিআইএসএফ জওয়ান ও ২ জন আধিকারিককে তলব করা হয়। সেদিনের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের ভবনী ভবনে তলব করা হয়েছিল। তবে, উপস্থিত হতে দেখা যায়নি জওয়ানদের। এরপর দ্বিতীয়বার তাঁদের তলব করা হয়। তবে দ্বিতীয় বারও তাঁদের আসতে দেখা যায়নি। এরপর তৃতীয় বারের জন্য তাঁদের আবার তলব করা হলো।

আগামী ২ রা, ৩ রা আগস্ট তাঁদের ভবানী ভবনে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। এই ঘটনার তদন্তে কোচবিহার জেলার সেসময়কার পুলিশ সুপারকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিআইডির পক্ষ থেকে। তবে সিআইএসএফ জওয়ানেরা বা আধিকারিকেরা এখনো উপস্থিত হননি ভবানী ভবনে। এবারও যদি তাঁরা উপস্থিত না হন, তবে তাঁদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে সিআইডি, এমন একটা সম্ভাবনার কথা বলছে ওয়াকিবহাল মহল। যারফলে সমস্যা বাড়তে পারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!