এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শীতলকুচির ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের

শীতলকুচির ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থ দফা নির্বাচনের দিনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাতে ৪ জন মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র চাপানউতোর সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার এবিষয় নিয়েই বিস্ফোরক দাবি করা হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শীতলকুচিতে সেদিন যদি কেন্দ্রীয় বাহিনী না থাকতো, তবে বুথ দখল হয়ে যেত। রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেও এই মত পোষণ করেছেন।

শীতলকুচির ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক তরজার মাঝেই একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ভিডিও সম্পর্কে নির্বাচন কমিশনও সন্ধিহান। তবে, এ প্রসঙ্গে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন যে, শীতলকুচিতে সেদিন কেন্দ্রীয় বাহিনী না থাকলে, বুথ দখল আটকানো যেত না। নির্বাচন কমিশনও এমন কথাই বলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শীতলকুচির ঘটনা থেকে শিক্ষা নিয়েছে নির্বাচন কমিশন। আবার, নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর উপরই যথেষ্টভাবে আস্থাশীল। তাই আগামীকালের পঞ্চম দফার নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো। তার মধ্যে বুথ পাহারা দেবে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য কাজে নিযুক্ত থাকবে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আবার, আগামীকাল ১৫ হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হবে।

আগামীকাল রাজ্যের মোট ৬ টি জেলায় নির্বাচন হয়েছে। আগামীকাল ৪৫ টি আসনে নির্বাচন হতে চলেছে। মোট ১৫ হাজার ৭৮৩টি বুথে আগামীকাল নির্বাচন চলবে। বেশ কিছু অঞ্চলকে স্পর্শ কাতর বলে চিহ্নিত করা হয়েছে। যেখানে রুটমার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তাঁদের সঙ্গে রয়েছেন কুইক রেসপন্স টিমের সদস্যরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!