এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচির ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য হেভিওয়েট বিজেপি নেতার

শীতলকুচির ঘটনা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছিলেন, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। যাকে ঘিরে তীব্র বিতর্ক উঠেছে রাজ্যের রাজনৈতিক মহলে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর আজ আবার শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি জানালেন, বেশি খেলা খেলতে না যেতে, তাহলে শীতলকুচির খেলা খেলে দেয়া হবে।

আজ জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন সায়ন্তন বসু। সেখান থেকেই তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁকে বলতে শোনা গেছে যে, তিনি হলেন সায়ন্তন বসু, যিনি বলে যাচ্ছেন, বেশি খেলা খেলতে না যেতে, তাহলে শীতলকুচির খেলা খেলে দেবেন তিনি। তিনি জানালেন, সকালবেলা আনন্দ বর্মনকে হত্যা করা হয়েছে। যিনি প্রথম ভোট দিতে গিয়েছিলেন। এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। চার ঘণ্টার মধ্যে চারজনকে রাস্তা দেখিয়ে দেয়া হয়েছে। এরপর সোলে ছায়াছবির ডায়লগ উদ্ধৃত করে তিনি জানালেন, “এক মারোগে তো চার মারেঙ্গে, শীতলকুচিতেও তাই হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা সায়ন্তন বসুর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে গেছে রাজ্যের রাজনৈতিক মহলে। তাঁর এই মন্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল নেতা তাপস রায় জানিয়েছেন, এটি একটি স্বৈরাচারী বক্তব্য। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে সুজন চক্রবর্তী জানিয়েছেন, আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়নি। খেলবার জন্য শীতলকুচি। যা স্পষ্ট করে দিয়েছেন সায়ন্তন বসুরা।

অন্যদিকে, গতকাল শীতলকুচির ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি জানিয়েছেন যে, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। এরপর তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে যে, শেষ চার দফায় দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। দিলীপ ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামলার আর্জি জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য থেকে পরিষ্কার হয়ে উঠেছে যে, বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!