এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শীতলকুচির ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে বুদ্ধিজীবীরা

শীতলকুচির ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে বুদ্ধিজীবীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থ দফার নির্বাচনের দিনে শীতলকুচির ঘটনার প্রতিবাদে গতকাল পথে নামলেন একাধিক বুদ্ধিজীবী। গতকাল বিকেল চারটের সময় গান্ধী মূর্তির পাদদেশে থেকে শুরু করে পাক স্টিট পর্যন্ত বুদ্ধিজীবীদের মৌন মিছিল চলে। যেখানে উপস্থিত ছিলেন গায়ক কবীর সুমন, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, গায়ক ইন্দ্রনীল সেন, পরিচালক সুদেষ্ণা রায় সহ একাধিক ব্যক্তিত্ব। শীতলকুচির ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে, এই ঘটনাকে গণহত্যা’ বলে দাবি করে প্রতিবাদ জানালেন বুদ্ধিজীবীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অপসারণের দাবিও জানিয়েছেন বুদ্ধিজীবীরা।

প্রসঙ্গত, গত শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাতে ৪ জন মানুষের মৃত্যু, তোলপাড় করে দিয়েছে রাজ্য রাজনীতিকে। এ বিষয়ে বিজেপিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা। তবে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মরক্ষার কারণেই তাঁরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অভিযুক্ত করেছে বিজেপি শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার, শীতলকুচির ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে কোন দলের প্রতীক ছাড়াই পথে নেমেছেন বুদ্ধিজীবীরা। চলেছে তাদের মৌন মিছিল। শীতলকুচি ঘটনাকে গণহত্যা’ বলে দাবি করে তাঁরা তীব্র প্রতিবাদ জানালেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য্য জানালেন, পরিকল্পিত প্ররোচনার ফলেই শীতলকুচির ঘটনা ঘটেছে। তাঁরা জানালেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার দায় অস্বীকার করতে পারেন না।

অন্যদিকে, এ প্রসঙ্গে ব্রাত্য বসু জানালেন যে, বিজেপির খাকি ব্রিগেড একেকবার একেক রকম কথা বলছে। বাঙালি বিদ্বেষকে সামনে এনে ভোট করাতে চাইছে বিজেপি। বাংলায় যা কখনোই সম্ভব হবে না। তিনি অভিযোগ করলেন, নিরীহ ভোটদাতাকে গুলি করে খুন করেছে বিজেপির কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বাঙালিরা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সচেতন। এত সহজে বাংলার ভোটারকে বোকা বানানো সম্ভব নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!