এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচির ঘটনায় বিজেপিকে একহাত তৃণমূলের, পাল্টা জবাব বিজেপির

শীতলকুচির ঘটনায় বিজেপিকে একহাত তৃণমূলের, পাল্টা জবাব বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ চতুর্থ দফা ভোটের দিনে কোচবিহার জেলার শীতলকুচিতে মর্মান্তিক ঘটনা ঘটে। আজ সকালে রাজনৈতিক সংঘর্ষে শীতলকুচির এক যুবকের মৃত্যু হয়। এরপর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। কেন্দ্রীয় বাহিনী একান্ত বাধ্য হয়েই গুলি চালিয়েছে বলে, জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে এই ঘটনায় গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুলতে দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূলকে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে জানালেন যে, ভোটের সকালে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারের ৫ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি প্রশ্ন করেছেন যে, তিনি যে সোনার বাংলা গড়ার কথা বলছেন। এটাই কি তাঁদের সেই সোনার বাংলা? আবার এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লিখেছেন যে, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তৃণমূলকে হারাতে পারবে না বিজেপি।

এ কারণেই গুলি করে খুন করতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হত্যাকারী বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁদের নির্দেশেই ডিজি, এডিজি, এই জেলার পুলিস সুপারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের দুজনের হাতে রক্ত লেগে আছে। এতে অবশ্য তাঁরা অভ্যস্ত বলে কটাক্ষ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে আগামীকাল শীতলকুচিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করে কালো ব্যাজ পড়ে গোটা রাজ্যে মিছিল করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের কারণে মাথাভাঙ্গা, শীতলকুচিতে বিশেষ শ্রেণীর মানুষেরা কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয়েছে। কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, বিজেপির পক্ষে জনসমর্থন দেখে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের গুন্ডারা মরিয়া হয়ে উঠেছেন। গদি হারাচ্ছেন দেখেই এই স্তরে নেমে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী জানালেন, কোচবিহারে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।

এরপর মুখ্যমন্ত্রী ও তৃণমূলের উদ্দেশ্যে তিনি জানান যে, তাদের খামখেয়ালিপনা আর চলতে দেয়া হবে না। নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন, কোচবিহারের ঘটনায় যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। হিংসা, নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের পরিকল্পনা, নির্বাচনে বাধা দান এসব বাঁচাতে পারবেনা মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর ১০ বছরের কুকর্ম থেকে তাঁকে রক্ষা করতে পারবে না হিংসা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!