এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শীতলকুচি নিয়ে বিজেপি নেতাদের কথায় মানুষ ভয় পাচ্ছে, বিস্ফোরক দাবী তৃণমূল সাংসদের

শীতলকুচি নিয়ে বিজেপি নেতাদের কথায় মানুষ ভয় পাচ্ছে, বিস্ফোরক দাবী তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টগত চার দফা নির্বাচনে শীতলকুচি নিঃসন্দেহে একটি ভয়ংকর ঘটনা বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ যাওয়া নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিছু মানুষ যেমন এই ঘটনার নিন্দায় মুখরিত হয়েছে। তবে বিপরীত কথাও বলছেন অনেকে। একইসাথে রাজ্যের বিজেপি নেতারা শীতলকুচির ঘটনা নিয়ে যেভাবে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বলে দাবি রাজনৈতিক মহলের অনেকেরই। এ ব্যাপারে এবার বিজেপির কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান।

এদিন বসিরহাটে ভোট প্রচারে এসেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং সেখানেই তিনি বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, একজন জনপ্রতিনিধির এধরনের মন্তব্য করা মোটেই উচিত নয়। এর ফলে রাজ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। প্রসঙ্গত শীতলকুচির জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। যেমন কিছুদিন আগেই পঞ্চম দফা ভোট প্রচারে গিয়ে পলাশীপাড়ায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন শীতলকুচিতে যারা সিআরপিএফের গুলিতে মারা গিয়েছেন, তাঁরা কেউই বুথের ভোটার ছিলেন না, ভোট লুট করতে এসেছিলেন। জদিও এই দাবীর স্বপক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা আবার পাল্টা বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চললে পাল্টা আবার গুলি চলবে এবং এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। তিনি অভিযোগ করেছেন, বিজেপি নেতারা শীতলকুচি নিয়ে যেভাবে একের পর এক মন্তব্য করছেন তাতে সাধারণ মানুষ ভয়ভীত হয়ে পড়ছেন। যদিও তিনি নাম করেননি কারোরই। তবে বোঝাই যাচ্ছে নাম না করেও তিনি বিজেপি নেতাদের কথাই বলছেন। একই সাথে সাংসদ নুসরত জাহান দাবি করেছেন, রাজ্যে আবারও ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। কারণ বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রয়েছেন।

প্রসঙ্গত শীতলকুচির ঘটনা নিয়ে জল্পনা এখনো অব্যাহত। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য কমিশনের নিষেধাজ্ঞা জারি হয়েছে তাঁর ওপর। অন্যদিকে সায়ন্তন বসুকেও ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে বিতর্কিত মন্তব্য করার দরুণ নোটিশ ধরানো হয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতি যে বিশেষ বদল হচ্ছেনা তা নিয়ে একমত বিশেষজ্ঞরা। কারণ বিজেপি নেতারা বা তাঁদের অনুগামীরা কিন্তু বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। এদিকে এখনো পর্যন্ত শীতলকুচির ঘটনা নিয়ে মতান্তর থাকলেও সেভাবে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। আপাতত সি আইডি তদন্ত শুরু হয়েছে, তদন্তে ঘটনার মোড় কোনদিকে বাঁক নেয় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!