এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচির ঘটনায় এবার তদন্ত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের, তীব্র চাঞ্চল্য

শীতলকুচির ঘটনায় এবার তদন্ত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের নির্বাচনী লড়াইয়ে চতুর্থ দফার ভোটে নজর কেড়েছিল ব্যাপক রক্তপাত। এবং এই রক্তপাতের ঘটনায় যে জায়গার নাম এই মুহূর্তে সংবাদ শিরোনামে, সেটি হল শীতলকুচি। শীতলকুচির ঘটনা নিয়ে এই মুহূর্তে চলছে ব্যাপক রাজনৈতিক টানাপোড়েন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা সিআইএসএফ এর পক্ষ থেকে শীতলকুচি নিয়ে কোনো জোরালো যুক্তি স্থাপন করা যায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ী করেছেন কেন্দ্রীয় বাহিনীকে।

ইতিমধ্যেই শীতলকুচির ঘটনায় দোষীদের শাস্তির দাবি করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলার ভিত্তিতেই এবার শীতলকুচি ঘটনার সিআইডি তদন্ত রিপোর্ট দাবি করেছে মহামান্য আদালত। জানা গিয়েছে, হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 5 ই মের মধ্যে সম্পূর্ণ তদন্ত রিপোর্ট তদন্তকারীদের জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে একটি বুথে চারজনের মৃত্যু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারের তরফ থেকে সিআইডির হাতে অর্পণ করা হয়েছে। আজকে এই জনস্বার্থ মামলার জন্য হাইকোর্টে শুনানি ছিল। আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, কোচবিহারের মাথাভাঙ্গা থানায় যে ঘটনা ঘটেছে তার জন্য এফআইআর দায়ের করা হয়েছে। এবং যেহেতু এই ঘটনার তদন্তভার সিআইডি গ্রহণ করেছে, তাই সিআইডিকে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে আগামী 5 মে’র মধ্যে। অন্যদিকে জানা গেছে শীতলকুচির এই ঘটনায় আজকে তদন্তভার গ্রহণ করছে সিআইডি।

তদন্তকারী অফিসাররা শীতলকুচির ঘটনার তদন্তে নেমে প্রথমেই স্থানীয় থানার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে খবর। এবং সূত্র মারফত জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই টিম তৈরি করে শীতলকুচির ঘটনার তদন্ত করতে এলাকায় পৌঁছাবেন রাজ্য গোয়েন্দা বাহিনী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শীতলকুচির ঘটনা আগামী দিনের নির্বাচনে যথেষ্ট বড় প্রভাব ফেলতে চলেছে। আপাতত সিআইডির তদন্তের গতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই লক্ষ্য থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!