এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচির ঘটনায় নতুন মোড়, পদক্ষেপ এবার মানবাধিকার কমিশনের

শীতলকুচির ঘটনায় নতুন মোড়, পদক্ষেপ এবার মানবাধিকার কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শীতলকুচির ঘটনা নিশ্চয়ই মনে আছে সবার। একুশের বিধানসভা নির্বাচন স্মরণীয় হয়ে রয়েছে এই শীতলকুচির জন্য। ভোট দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারিয়েছিল চারজন, আর তাই নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। একুশের বিধানসভার নির্বাচন আট দফায় পরিসমাপ্তি ঘটে। 10 এপ্রিল বাংলায় চতুর্থ দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চারজন। আর তাই নিয়েই এবার জাতীয় মানবাধিকার কমিশনে একটি পিটিশন দায়ের করেছেন সমাজকর্মী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী রাধাকান্ত ত্রিপাঠি।

এই পিটিশনের পরিপ্রেক্ষিতেই এবার পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে ঘটনার বিস্তারিত বিবরণ চেয়ে পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন বলে জানা গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্য ইতিমধ্যেই শীতলকুচির ঘটনার তদন্তভার তুলে দিয়েছেন সিআইডির হাতে। শীতলকুচির ঘটনার সূত্রে যা সামনে এসেছে তা হল 10 ই এপ্রিল বাংলায় চতুর্থ পর্বের নির্বাচনে সকাল সাড়ে নয়টায় বুথের কাছে বিশেষভাবে অক্ষম এক কিশোরকে সিআইএসএফ জওয়ানরা মারধর করে। পরে সেই কিশোরকে গাড়িতে তোলার চেষ্টা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশে তারই দাদা ঘটনাটি মোবাইল ক্যামেরায় বন্দি করছিল। আর সেই সময় ওই যুবকের ওপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চড়াও হয়। খবর চলে যায় গ্রামে। গ্রামবাসীরা অত্যন্ত উত্তেজিত অবস্থায় ছুটে আসে এলাকায়। জওয়ানদের সঙ্গে গ্রামবাসীদের উত্তপ্ত তর্ক বিতর্ক চলে। সে সময় আচমকা কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়।  নিহত হয় 4 যুবক। পাশাপাশি আরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও জানা যায়। যদিও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করা হয়।

সেই শীতলকুচির ঘটনা নিয়ে এবার পিটিশন দায়ের করা হইয়েছে জাতীয় মানবাধিকার কমিশনে। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সিআইএসএফ জাওয়ানদের গুলিতে নিহত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে উক্ত পিটিশনে। আর সেই পিটিশনের ভিত্তিতেই এবার জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির কাছে ঘটনার পূর্ণ বিবরণ চেয়ে পাঠিয়েছে এবং এই ঘটনার বিরুদ্ধে যথোপযুক্ত নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই জাতীয় মানবাধিকার কমিশনের এহেন পদক্ষেপ শীতলকুচির ঘটনাকে অন্য আঙ্গিকে উত্তীর্ণ করল। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!