এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শীতলকুচির নিষেধাজ্ঞার সমাপ্তিতে তৃণমূল নেত্রীর বড়সড় ঘোষণা

শীতলকুচির নিষেধাজ্ঞার সমাপ্তিতে তৃণমূল নেত্রীর বড়সড় ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল অর্থাৎ বুধবার শীতলকুচিতে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে. চতুর্থ দফার নির্বাচনে উঠে এসেছে  শীতলকুচির নাম। কেন্দ্রীয় বাহিনীর হাতে চারজন মারা যায়। তাই নিয়ে রাজনৈতিক বিতর্ক উঠেছে তুঙ্গে। চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচির ঘটনা প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি শীতলকুচি যাবেন। আর তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে শীতলকুচিতে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামীকাল সেই নিষেধাজ্ঞার সমাপ্তি ঘটছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি সকালেই শীতলকুচির আহতদের দেখতে মাথাভাঙ্গা যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ দফা ভোটের দিনই শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন বিকেলে এবং ঘোষণা করেছিলেন পরেরদিন শীতলকুচিতে নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার অবব্যহিত পরেই নির্বাচন কমিশন জানিয়ে দেয় 72 ঘণ্টার জন্য শীতলকুচিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুব স্বাভাবিকভাভেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কমিশন মুখ্যমন্ত্রীকে আটকাতেই এরকম সিদ্ধান্ত নিয়েছে। যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ভিডিওবার্তায় শীতলকুচির নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে নিয়েছেন। আর এবার 72 ঘন্টা মেয়াদ শেষে শীতলকুচির নিহত ও আহতদের সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাথাভাঙ্গা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার পর্বে অংশগ্রহণ করতে যাবেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘণ্টার জন্য প্রচারপর্ব থেকে ব্যান করেছে নির্বাচন কমিশন। আর তাই নিয়ে চলছে রাজ্য জুড়ে তীব্র সমালোচনা। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির পাদদেশে একাই চালাচ্ছেন ধর্না। আগামীকাল  জলপাইগুড়ি জেলায় মুখ্যমন্ত্রী পকের পর একা প্রচারসভায় যাবেন। ধূপগুড়ি থেকে ডাবগ্রাম-ফুলবাড়ি হয়ে প্রচার করবেন মাটিগাড়া নকশালবাড়িতে।

তারপর বাগডোগরা বিমানবন্দর থেকে দমদম বিমানবন্দরে পৌঁছাবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী। সেখান থেকে সোজা হেলিকপ্টারে যাবেন নদিয়া জেলার হরিণঘাটায়। সেখানে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করে বুধবারের প্রচার কর্মসূচী শেষ করবেন। যেহেতু 48 ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী প্রচার পর্ব থেকে দূরে থাকতে বাধ্য হলেন, তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এবার যতটা সময় নেত্রীর হাতে থাকবে, তিনি প্রতিটি সময়কে কাজে লাগিয়ে লাগামহীন প্রচার শুরু করবেন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!