এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে কংগ্রেসের সদর দপ্তরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

জল্পনা বাড়িয়ে কংগ্রেসের সদর দপ্তরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

মুম্বাইয়ে কংগ্রেসের সদর দফতরে চা খেয়ে এলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।আর এই নিয়েই শুরু জলঘোলা। কেননা যেখানে কারাতরা জানিয়েছেন যে তারা কংগ্রেসের সাথে আর জোট করবেন না তখন সীতারাম ইয়েচুরির এই ব্যবহারে রাজনৈতিকমহলে জল্পনা শুরু হয়েছে।পাশাপাশি এদিন সোনিয়া গাঁধীর আয়োজিত নৈশভোজেও উপস্থিত ছিলেন সিপিএমের মহম্মদ সেলিম ও টি কে রঙ্গরাজন। তবে নৈশভোজের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি সিপিএম নেতৃত্ব। জানা গেছে মহারাষ্ট্রের সিপিএমের কৃষকদের ‘লং মার্চ’ এর দিন মুম্বাই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম খোদ আজাদ ময়দানে কৃষকদের সাথে দেখা করেন। আর সেই সৌজন্য রক্ষার্থেই নিরুপমের অফিসে যান ইয়েচুরি। তবে এ বিষয় তিনি মুখে কুলুপ এঁটেছেন বলে জানা গেছে। ত্রিপুরায় ভোটে বিপর্যয়ের পরেও যখন কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোটের ঘোর বিরোধী! ইয়েচুরি নিজে এ বিষয়ে মুখ খোলেননি।তাই জল্পনা আরো বেড়েছে।
পদযাত্রায় সামিল কৃষকদের সাথে কথা বলার জন্য ইয়েচুরি এদিন সেখানে উপস্থিত হন বলে সূত্রের খবর। এদিন নিরুপম জানান, ”তারপর আমিই ইয়েচুরিকে ডেকে আমাদের অফিসে নিয়ে যাই। আমরাও কৃষকদের সমস্যা নিয়ে বহুদিন ধরে সরব। তা নিয়ে আমাদের কথা হয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!