এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর বিরুদ্ধে “বহিরাগত” আনার অভিযোগ, কমিশনে তৃনমূল!

শুভেন্দুর বিরুদ্ধে “বহিরাগত” আনার অভিযোগ, কমিশনে তৃনমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 294 টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি রাজনৈতিক কূটকচালি সামনে আসছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। একদিকে এখানকার প্রার্থী তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপি প্রার্থী কিছুদিন আগেই তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিক ভাবেই দুই প্রতিপক্ষের লড়াইয়ে কার্যত হাইপ্রোফাইল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রাম।

আর এই পরিস্থিতিতে এবার নন্দীগ্রামে বিজেপি পার্টি শুভেন্দু অধিকারীকে চাপে ফেলতে তার বিরুদ্ধে বহিরাগতদের একটি বাড়িতে জড়ো করার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নন্দীগ্রাম বিধানসভার চারটি বাড়িতে বাইরে দিকে দুষ্কৃতীদের আইনে আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে কোন এলাকা থেকে সেই বহিরাগতদের আনা হয়েছে, তাও উল্লেখ করা হয়েছে। তৃণমূলের দাবি, নন্দীগ্রাম যাওয়ার পথে রেয়াপাড়া হাসপাতাল মোড়ে কালিপদ শীর বসতবাড়ি, মেঘনাথ পালের বাড়ি, টেঙ্গুয়া দুই পঞ্চায়েত তেরোপাখিরা গ্রামে একটি দোতলা বাড়ি এবং ভজহরি সামন্তর বাড়িতে বেশ কিছু বহিরাগতকে আশ্রয় দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এখন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, এতদিন শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতেন। কিন্তু এবার যেভাবে তৃণমূলের পক্ষ থেকে সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজের বিধানসভা কেন্দ্রে বহিরাগতদের করার অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ দেখা গেল, তাতে বিজেপি কিছুটা হলেও সমস্যার মুখে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সত্যিই কি তাহলে তারা বহিরাগত এনেছেন? এদিন এই প্রসঙ্গে তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছেন বিজেপি নেতা মেঘনাথ পাল।

তিনি বলেন, “আমার রক্ষিরা রয়েছে। দুই জন পুলিশ কর্মী, ব্যক্তিগত দেহরক্ষী দু’জন আছেন। দুই মাস আগে থেকেই তারা বাড়িতে রয়েছেন। সবটাই জানানো হয়েছে পুলিশকে। তৃণমূল আমার পিছনে সব সময় লোক লাগিয়ে রেখেছে। যেখানে যাচ্ছি আমাকে ফলো করা হচ্ছে। আমিও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। তার বদলা নিতেই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

তবে যে যাই বলুন না কেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে বহিরাগত হানার অভিযোগ তুলে যেভাবে কমিশনের দ্বারস্থ হলেন ডেরেক ও’ব্রায়েন, তাতে আলোরন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!