এখন পড়ছেন
হোম > রাজনীতি > স্কুল খোলার দাবিতে মমতাকে খোলা চিঠি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চাপে রাজ্য !

স্কুল খোলার দাবিতে মমতাকে খোলা চিঠি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চাপে রাজ্য !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে নিম্নমুখী হতে শুরু করেছে করোনা ভাইরাসের গ্রাফ। ইতিমধ্যেই নানা মহল থেকে দাবি জানানো হচ্ছে যে, অবিলম্বে রাজ্যের স্কুল-কলেজ খুলে দেওয়া হোক। কিন্তু এখনও পর্যন্ত সরকার সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যেহেতু টিকাকরণ চলছে তাই আরো কিছুটা দিন দেখেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য। আর এই পরিস্থিতিতে এবার বিদ্যালয় খোলার ব্যাপারে সওয়াল করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল রাজ্যের শিশু চিকিৎসকদের একটি প্রতিষ্ঠান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রাজ্যের শিশু চিকিৎসকদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি খোলা চিঠি দেওয়া হয়। যেখানে অতি দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয়েছে। দীর্ঘদিন অনলাইন ক্লাস ছাত্র-ছাত্রীরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন। তাই অবিলম্বে বিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে মত পোষণ করেছে এই প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই একের পর এক সংস্থা থেকে যেভাবে বিদ্যালয় খোলা নিয়ে সরকারের উপর চাপ আসছে, তাতে রাজ্যের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!