এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীদের ধর্নায় ‘যুব তৃণমূলের’ নাম জড়ানোয় তীব্র চাঞ্চল্য

বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীদের ধর্নায় ‘যুব তৃণমূলের’ নাম জড়ানোয় তীব্র চাঞ্চল্য


লকডাউনের মধ্যে এবার আজব ঘটনা ঘটে গেল রাজ্যে। বিজেপির কর্মীরা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদে বসলেন। আর স্লোগানে উঠে আসল যুব তৃণমূল কংগ্রেসের নাম। অনেকে ভাবছেন, এ আবার কেমন বিষয়? বিষয়টা একটু ব্যাখ্যা করে না বললে অনেকের কাছেই পরিষ্কার হবে না। বর্তমানে প্রতিটা রাজনৈতিক দল মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেদিক থেকে ব্যতিক্রম নয় ভারতীয় জনতা পার্টিও।

ঘূর্ণিঝড় এবং লকডাউনের মধ্যে দলের পাঠানোর ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে সম্প্রতি বিজেপির কাটোয়া জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, জেলা সভাপতির বিরুদ্ধে দলের কর্মীদের ত্রাণ না দেওয়ার অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে বিক্ষোভে বসে যান বিজেপির অনেক কর্মী সমর্থকরা। আর সেখানেই জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়ে পদ্মফুলের প্রতীকে আঁকা পতাকা হাতে নিয়ে সেই বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন।

কিন্তু স্লোগান ওঠে, “ত্রাণ নিয়ে দুর্নীতির প্রতিবাদে যুব তৃণমূল লড়ছে, লড়বে।” আর বিজেপির কর্মী সমর্থকদের মুখে তৃণমূল যুব কংগ্রেসের কথা শোনায় এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যার ফলে শোরগোল তৈরি হয়েছে জেলা বিজেপির অন্দরমহলে। জানা গেছে, এদিন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ স্লোগান দিতে গিয়ে এক কর্মী যুব তৃনমূলের নাম করে বসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তখনই তার পাশে থাকা কর্মী তাকে সতর্ক করে দেন। কিন্তু ততক্ষণে সেই ভুল ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। আর সেই ভিডিও এখন সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই বিজেপির জেলা সভাপতির পক্ষ থেকে গোটা ঘটনায় তার বিরুদ্ধে চক্রান্ত বলে অভিযোগ করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে কৃষ্ণ ঘোষ বলেন, “দলীয় কর্মসূচিতে বাইরে ছিলাম। বিক্ষোভের সময় এই ভিডিওয় যুব তৃণমূল জিন্দাবাদ স্লোগান দিতে দেখা গিয়েছে। আমাদের কর্মীরা এই স্লোগান দিতে পারেন না। আমার বিরুদ্ধে তৃনমূল চক্রান্ত করছে।”

তবে যদি তারা বিজেপিরই কর্মী হবেন, তাহলে তারা কেন এভাবে যুব তৃনমূলের নাম তুললেন? তাহলে কি এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে! এদিন এই প্রসঙ্গে বিক্ষোভে যোগ দেওয়া বিজেপির কাটোয়া 41 নম্বর জেলা পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল মন্ডল বলেন, “ত্রাণ নিয়ে বিক্ষোভ দেখানোর সময় কেউ ভুল করে যুব তৃনমূলের নামে স্লোগান দিয়ে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গেই তা সংশোধন করা হয়েছে। জেলা সভাপতি সেই ভিডিও রাজ্যের কাছে পাঠিয়ে আমাদের তৃণমূল বানানোর চেষ্টা করছেন। কিন্তু তা সফল হবে না।”

এদিকে যুব তৃনমূলের নাম করে বিজেপির একাংশ জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখালে, তাকে যেভাবে জেলা সভাপতির পক্ষ থেকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করা হল, তা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে আমাদের দলের নাম জড়াচ্ছে। এভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় না।”

তবে যে যাই বলুন না কেন, যেভাবে বিজেপির জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষুব্ধ কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিজেপির একাংশ প্রতিবাদ করলেন এবং ভিডিওতে তৃণমূলের নাম করতে দেখা গেল তাদের, তাতে পরিস্থিতি অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছে। এখন বিক্ষোভকারীরা হাতে পতাকা নিয়ে মুখে তৃণমূলের নাম তোলায় তারা কোন দলের, সেই রহস্য উন্মোচন করতেই ব্যস্ত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!