এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস নিয়ে বড়সড় পদক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস নিয়ে বড়সড় পদক্ষেপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের প্রাথমিক পর্ব থেকেই স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। স্নাতক স্তরের পরীক্ষাও করোনা আবহে অনলাইনে হয়। এমনকি ভর্তি পক্রিয়াও চলে অনলাইনে। আপাতত ভর্তি পরীক্ষা শেষ হবার পর পড়ুয়াদের মনে একটাই প্রশ্ন, কবে শুরু হবে নিয়মিত ক্লাস? নিউ নর্মালে সবকিছু স্বাভাবিকভাবে শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ হয়ে রয়েছে, যা কিছু হচ্ছে অনলাইনে। এবার সরকারি নির্দেশ অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তবে এক্ষেত্রেও অনলাইন পদ্ধতিকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী 16 ই ডিসেম্বর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার জন্য অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে 16 ই ডিসেম্বর থেকে স্নাতক স্তরের ক্লাস শুরু হলেও পুরোদমে ক্লাস শুরু  হতে হতে জানুয়ারি মাস হবে বলে মনে করছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন কলেজের উপাচার্যদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন এবং সেখানেই শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ডিসেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা যাবেনা। তবে ক্লাস চলবে নিয়মিত অনলাইনে।

ইতিমধ্যেই স্নাতক স্তরের ভর্তি শেষ হলে দেখা যায়, বেশ কিছু কলেজের সিট এখনও ফাঁকা। ভার্চুয়াল বৈঠকেই শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ফাঁকা আসন থাকলে কলেজে সেখানে নতুন করে আবার ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। সেই মত নতুন করে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বেশিরভাগ কলেজে। অন্যদিকে অনলাইনে ক্লাস হলেও প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে থাকছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের দাবি, স্নাতকোত্তরের প্রথম বর্ষের ক্লাস অনলাইনে হবে। সেখানে প্রাক্টিক্যাল ক্লাস করানোর কোন জায়গা নেই। তবে অনলাইন ক্লাসের মাধ্যমে প্রাক্টিক্যাল করানো যাবে কিনা তা নিয়ে বেশকিছু বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা ভাবনাচিন্তা শুরু করেছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস শুরু করার প্রস্তুতি সারা হলেও এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস শুরু নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানা যাচ্ছে। তবে সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারি মাসের শুরু থেকে অনলাইন ক্লাস শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জানুয়ারি মাসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আবারও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন। এবং আগামী দিনের বৈঠকেই স্কুল কলেজ খোলা নিয়ে আলোচনা চলবে বলে আগের বৈঠকেই জানানো হয়েছে।

পড়ুয়াদের দুশ্চিন্তা দূর করতে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস শুরুর ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসা পেয়েছে বলে জানা যাচ্ছে। অনলাইনে ক্লাস হলেও কিছু অসুবিধা যে থাকছেই, সেকথা এক বাক্যে মেনে নিচ্ছেন পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। এই অবস্থায় স্কুল কলেজ খোলার দিকেই নজর সবার। আপাতত শিক্ষামন্ত্রীর নির্দেশের অপেক্ষায় সবাই। তবে যতদিন না ক্লাসরুমে বসে ক্লাস করা যাচ্ছে, ততদিন পর্যন্ত যে অনলাইনের ওপরেই নির্ভর করতে হবে সে কথা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!