এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সব আসনে প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল! বিস্ফোরক বিজেপি নেতা!

সব আসনে প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল! বিস্ফোরক বিজেপি নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার তৃনমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই অত্যন্ত চাপে পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলা থেকে 18 টি আসন দখল করার পরেই ক্রমশ গোটা ব্যাপারটি চ্যালেঞ্জিং হয়ে যায় তৃনমূল কংগ্রেসের কাছে। বর্তমানে দলবদল বঙ্গ রাজনীতির অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তৃনমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে নিজের প্রাক্তন দলের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপির অর্জুন সিংহ। যেখানে বাংলায় আর তৃনমূল থাকবে না বলে দাবি করতে দেখা গেল তাকে। সূত্রের খবর, বুধবার অন্ডালের সাউথ বাজারের মেলাতলার মাঠে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত হয়ে তৃনমূল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে।

অর্জুন সিংহ বলেন, “বাংলায় তৃনমূল দলটাই আর থাকবে না। জানুয়ারি মাসের মধ্যে এই সরকার সাংবিধানিক সংকটে পড়বে। বিধানসভা ভোটের পর তিন নম্বরে নেমে যাবে তৃনমূল। বিরোধী দলের মর্যাদা পাওয়া কঠিন হয়ে যাবে।” শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে তৃনমূল প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাবে না বলেও বিস্ফোরক দাবি করতে দেখা যায় তাকে। স্বাভাবিক ভাবেই অর্জুন সিংহের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে তৃনমূল কংগ্রেস চেষ্টা করছে জনসংযোগ করার। কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত চমক দিয়ে তৃনমূলে ভাঙ্গন ধরানোর চেষ্টা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখানোর পর ঘাসফুল শিবিরের অস্বস্তি আরও বেড়েছে। আর এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সৈনিক অর্জুন সিংহের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অর্জুন সিংহের এই মন্তব্য ভোটবাক্স খোলার পরেই বাস্তব হয়ে যাবে বলে মনে করছেন সকলে। সত্যি সত্যিই তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারে, নাকি মিলে যায় বিজেপি সাংসদের ভবিষ্যৎবাণী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!