এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘সব পক্ষকে’ রেখেই মালদহে তৃণমূলের জেলা কমিটি গড়ার আভাস

‘সব পক্ষকে’ রেখেই মালদহে তৃণমূলের জেলা কমিটি গড়ার আভাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মালদহ জেলার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার পরাজয়ের মুখে নিয়ে গিয়েছে শাসক দলকে। সকল নেতা নেত্রীদের একসাথে চলার বার্তা দিয়ে ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরার বার্তা দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে 2016 সালের বিধানসভা নির্বাচন থেকে এই মালদহ জেলার হারের মুখ দেখতে শুরু করে তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে এই জেলায় আসন পাওয়া থেকে বঞ্চিত হতে হয় ঘাসফুল শিবিরকে। আর তারপরেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করা মৌসম বেনজির নূরকে জেলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব দেন তৃণমূল নেত্রী।

যার পরে আশা করা হয়েছিল, হয়ত বা দ্বন্দ্ব অনেকটাই কমবে। কিন্তু সেখানেও কোনো ভালো ফল পাওয়া যায়নি। তবে সম্প্রতি মালদহ জেলা তৃণমূলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সকলকে নিয়ে একসাথে যাতে চলা হয় তার জন্য বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে দলের জেলা কোর কমিটির পাঁচজনের বৈঠকে চূড়ান্ত তালিকা তৈরি করে তার অনুমোদনের জন্য রাজ্য কমিটিতে পাঠানো হয়েছে। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনোভাবেই কাউকে বাদ রেখে এই জেলা কমিটি গঠন করা হবে না। অর্থাৎ সকলকে সাথে নিয়েই যে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস, তা এককথায় পরিষ্কার।

জানা গেছে, সম্প্রতি কলকাতায় মালদহ জেলার 15 টি ব্লক এবং 2 টি শহর কমিটির সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করা হয়। কিন্তু ব্লক সভাপতিদের নামের তালিকা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে এর মাঝেই একটি নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। যার ফলে আশঙ্কা করা হয়েছিল, যাঁদের নাম সেই তালিকায় প্রকাশিত হয়েছে, তারা দলে গুরুত্ব পেলেও, যাদের নাম সেই তালিকায় বাদ পড়ল, তারা এবার বিদ্রোহ ঘোষণা করতে শুরু করবেন। কিন্তু নতুন জেলা কমিটি গঠন করতে মঙ্গলবার রাতে জেলা কার্যালয়ে বৈঠক করে তৃণমূলের পাঁচ নেতা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। যেখানে নতুন তালিকা তৈরি করে তা রাজ্যের অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যেভাবে মালদহ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে, তাতে সব পক্ষকে যদি সেই কমিটিতে না রাখা হয়, তাহলে তো অশান্তি আরও বৃদ্ধি পাবে। যার প্রভাব পড়বে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে। এক্ষেত্রে জেলা নেতারা তালিকায় কি সব পক্ষকে রেখেছেন? জানা গেছে, প্রস্তাবিত ওই কমিটির তালিকাতে মালদহ জেলার প্রায় 100 জন নেতাকে রাখা হয়েছে। যেখানে সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে 15 থেকে 20 জন নেতাকে। স্বাভাবিক ভাবেই মালদহ জেলা থেকে তৃণমূলের কোর কমিটির পাঁচ নেতা রাজ্যে জেলা কমিটির তালিকা পাঠিয়ে দেওয়ায় এখন রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেন, তা অবশ্যই দেখার বিষয় রাজনৈতিক মহলের।

এদিন এই প্রসঙ্গে জেলা কমিটির তালিকা নিয়ে হওয়া বৈঠকের ব্যাপারে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “এটা দলের সাংগঠনিক এবং অভ্যন্তরীণ বৈঠক।” তবে জেলা সভানেত্রী যে কথাই বলুন না কেন, যদি জেলা কমিটিতে সামঞ্জস্য বজায় না থাকে, তাহলে মালদহ জেলায় তৃণমূলের অন্দরে বিদ্রোহ যে ক্রমশ বাড়তে শুরু করবে এবং তার ফলে যে অস্বস্তিতে পড়বে জেলা নেতৃত্ব, তার অপেক্ষা রাখে না। এখন নতুন কমিটি ঘোষণা হওয়ার পর সেখানে কারা কারা জায়গা পেলেন এবং এর ফলে সব পক্ষ কতটা সন্তুষ্ট হলেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!