এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সবাই আমার লোক” অফিসার বদল নিয়ে কমিশনের উদ্দেশ্যে বেনজির মমতা!

“সবাই আমার লোক” অফিসার বদল নিয়ে কমিশনের উদ্দেশ্যে বেনজির মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই রাজ্যের অনেক পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বৃত্তে থেকে কাজ করছে বলে অভিযোগ করতে শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর বেশ কিছু পুলিশকর্তাদের বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানাতে শুরু করেছিল বিরোধীরা। সেইমত রাজ্যের বেশ কিছু পুলিশ প্রশাসনিক মহলে বদল আনতে শুরু করেছে নির্বাচন কমিশন‌। সম্প্রতি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুরজিৎ কর পুরকায়স্থকে অপসারণ করা হয়েছে। যেখানে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তিনি সমস্ত কাজকর্ম থেকে দূরে থাকবেন বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

স্বাভাবিক ভাবেই এর পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আমলাকে সরিয়ে দেওয়ার কারণে তৃণমূলের পক্ষ থেকে যে কড়া প্রতিক্রিয়া আসবে, সেই ব্যাপারে আগেভাগেই কার্যত নিশ্চিত ছিল বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে আজ এই ব্যাপারে নির্বাচনী জনসভা থেকে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ পশ্চিম মেদিনীপুর দাঁতনে একটি নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই কমিশনের পক্ষ থেকে রাজ্যে নিরাপত্তা উপদেষ্টাকে সরানো হলে তার ব্যাপারে প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, “এখন অফিসার বদল করছেন। বিজেপির কথা শুনে আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন। শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা বিমাতৃসুলভ আচরণ করছেন। তবে জেনে রাখুন, যাদের বদলি করছেন, আর নতুন যারা আসছেন, সবাই আমাদের লোক। এটা আপনারা জানেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার অভিযোগ তুললেন। পাশাপাশি কমিশনের বিরুদ্ধে সরব হয়ে সবাই তার লোক বলে কার্যত শোরগোল তুলে দিলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, এর আগে লোকসভা নির্বাচনের সময় কমিশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনে বদল করা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

এমনকি প্রকাশ্য সভা থেকে কমিশন বিজেপির কথা মত কাজ করছে বলেও জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার সাথে সাথেই সেই একই বিষয় নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিক ভাবেই তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে নেমে পড়ল ঘাসফুল শিবির, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!