এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে” নির্বাচনী প্রচারে তৃণমূলের স্লোগান নিয়ে কটাক্ষ তারকা প্রার্থী যশের!

“সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে” নির্বাচনী প্রচারে তৃণমূলের স্লোগান নিয়ে কটাক্ষ তারকা প্রার্থী যশের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল থেকে বিজেপি এবার প্রতিটা রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকায় চমক রেখেছে। সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও বিজেপি কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে রীতিমত চমকে দিয়েছে। যেখানে অনেক আসনেই তারকাদের প্রার্থী করা হয়েছে। যেখানে চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বিশিষ্ট অভিনেতা যশ দাশগুপ্ত। তবে নির্বাচনে তারকাদের প্রার্থী করার পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দল নিজেদের স্লোগানকে জমকালো করতে চাইছে।

যেখানে তৃণমূলের পক্ষ থেকে স্লোগান তোলা হচ্ছে, “খেলা হবে”। আর এবার সেই “খেলা হবে” স্লোগান নিয়েই রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিশিষ্ট অভিনেতা যশ দাশগুপ্ত। সকলে খেলা হবে বললেও, কেউ কাজ হবে বলছে না বলে মন্তব্য করতে দেখা গেল তাকে। অর্থাৎ রাজনীতির ময়দানে নেমে মানুষের জন্য তিনি যে কাজ করতে চান, তা এই মন্তব্যের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন হেভিওয়েট এই অভিনেতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার শুরু করেন চন্ডীতলার এই তারকা প্রার্থী। যেখানে ডানকুনি এলাকার স্টেশন সংলগ্ন বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। বড়দের প্রণাম করে আশীর্বাদ নিয়ে ডানকুনি পৌরসভার 8 এবং 16 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতে দেখা যায় তাকে। আর তারপরই তৃণমূলের এই “খেলা হবে” স্লোগান নিয়ে মন্তব্য করেন বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তিনি বলেন, “সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে। কোনো ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি করতে পারি, সেটা বলার চেষ্টা করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগান দেওয়ার পরেই তাকে পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে “খেলা হবে” স্লোগানকে বাংলাদেশের শ্লোগান বলে এই শ্লোগানের মধ্যে পরোক্ষ হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক বিজেপি নেতা। স্বাভাবিক ভাবেই এই শ্লোগান নিয়ে কার্যত তরজা বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে।

আর এই পরিস্থিতিতে যশ দাশগুপ্তের মত বিজেপির তারকা প্রার্থী সেই “খেলা হবে” স্লোগানের বিরুদ্ধে মন্তব্য করে তৃণমূলকে যথেষ্ট চাপে ফেলে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যেখানে নিজের মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, মানুষের কাজ করাই আসল কথা। সব মিলিয়ে মানুষের কাছে পৌঁছে জনসংযোগের মধ্যে দিয়ে নিজের প্রচার শুরু করে দিলেও যশ দাশগুপ্ত ভোটবাক্সে এর কতটা সুফল পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!