এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে” ভোট ঘোষণা হতেই বড় আহ্বান সুজনের!

“সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে” ভোট ঘোষণা হতেই বড় আহ্বান সুজনের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সকলকে একজোট হয়ে লড়তে হবে বলে দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আসার আহ্বান জানালেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি বলেন, “একদিকে গণতন্ত্র ধ্বংসকারী তৃণমূল এবং অন্যদিকে দেশের সর্বনাশকারী বিজেপি, এই দুই দলের বিরুদ্ধে আমাদের পঞ্চায়েতে লড়াই করতে হবে। গ্রামের মানুষের কথা বলতে হবে, গ্রামকে বাঁচাতে হবে। তাই সেই কারণে বামপন্থীদের পাশাপাশি কংগ্রেস, আইএসএফ সহ যারা বিভিন্ন শক্তি রয়েছে, তাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত।”

একাংশ বলছেন, বর্তমানে বাম এবং কংগ্রেসের অবস্থা রাজ্যে অত্যন্ত শোচনীয়। তাই এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই দুই রাজনৈতিক দল এক ছাতার তলায় আসতে চাইছে। শুধু তাই নয়, এই দুই রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তিকেও তারা নিজেদের দিকে টানতে চাইছে। আর সেই কারণেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই এই আহ্বান জানালেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!