এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সভাপতি বদলের পর এবার পার্টি অফিস নিয়ে দ্বন্দ্ব তৃণমূলে, শাসকদলের গোষ্ঠীকোন্দল ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকে

সভাপতি বদলের পর এবার পার্টি অফিস নিয়ে দ্বন্দ্ব তৃণমূলে, শাসকদলের গোষ্ঠীকোন্দল ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দরজায় কড়া নাড়ছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঘর গোছাতে শুরু করেছে শাসকদল তৃণমূল। তবে, এই আবহে দলের কাছে অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। জেলায় জেলায় প্রকাশ্যে এসে পড়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আবার দলের গোষ্ঠীদ্বন্দ্বর ছবি সামনে এলো নদীয়া জেলায়। নদীয়া জেলার নাকাশিপাড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বেশ কিছুদিন ধরেই চলছে, আবার তা তীব্র আকার ধারণ করল।

নাকাশিপাড়ার প্রাক্তন ব্লক সভাপতি অশোক দত্তকে অপসারণের পর থেকেই তাঁর অনুগামীরা দীর্ঘসময়ের ব্লক অফিস হিসেবে পরিচিত তৃণমূলের নাকাশিপাড়ার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। গত সোমবার এই পার্টি অফিসটি আবার নতুন করে খোলা হল। যেখানে দেখা গেল প্রাক্তন ব্লক সভাপতি অশোক দত্ত তাঁর অনুগামীদের নিয়ে বসেছেন। যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে শাসক দলের এই পার্টি অফিসটি স্থানান্তরিত হয়ে গেছে অন্যত্র। আবার নতুন করে পুরোনো পার্টি অফিস খোলা নিয়ে শুরু হলো বিতর্ক।

প্রসঙ্গত কিছুদিন আগে নাকাশিপাড়াতে ব্লক তৃণমূল সভাপতি অশোক দত্তকে অপসারিত করে তাঁর স্থানে আনা হয়েছিল কনিষ্ক চট্টোপাধ্যায়কে। দলের এই সিদ্ধান্তের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন অশোক দত্ত ও তার অনুগামীরা। তাঁর অনুগামীরা পার্টি অফিসের সামনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। তিনদিন পর তাঁদের অবস্থান-বিক্ষোভ উঠে যায়। কিন্তু বন্ধ হয়ে যায় সেই পার্টি অফিস। পরবর্তীকালে তৃণমূলের স্থানীয় ব্লক কমিটি বেথুয়াড়হরি ব্যবসায়ী সমিতির একটি ঘর ভাড়া করে নতুন পার্টি অফিস খোলেন। গত সোমবার নাকাশিপারার পুরনো পার্টি অফিস খুলে অশোক দত্ত তাঁর অনুগামীদের নিয়ে বসলেন সেখানে। এই ঘটনা নিয়ে আবার বিতর্ক ও জল্পনা ছড়ালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আবার গতকাল মঙ্গলবার তৃণমূলের কর্মী সভায় পুরনো পার্টি অফিস খোলা নিয়ে বিতর্ক ও অস্বস্তি প্রকাশ্যে এলো। গতকালের এই কর্মীসভায় প্রাক্তন ব্লক সভাপতি অশোক দত্ত সহ বেশকিছু পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন না। উপস্থিত তৃনমূল সদস্যরা জানালেন যে, গতকালের কর্মী সভায় আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ কমিটির উপরে জোর দেবার কথা বলা হয়েছিল। সাত দিনের মধ্যে নতুন কমিটি তৈরি করে জেলা নেতৃত্বকে জানাতে বলা হয়েছিল। গতকালের এই সভাতেই বিধানসভা নির্বাচনের পূর্বে স্থায়ী পাটিঅফিস তৈরির বিষয়টিও জানানো হয়েছিল।

পুরোনো পার্টি অফিস সম্পর্কে অশোক দত্ত জানালেন যে, ওটাই দলের দীর্ঘদিনের পার্টি অফিস ছিল। তাই ওখানে তিনি বসেছেন। সেখানে কিছু কর্মীও আসেন, তাদের নানা ক্ষোভ-বিক্ষোভের কথা তারা জানিয়েছেন। তিনি সাধ্যমত তাদের ক্ষোভ মেটাবার চেষ্টা করেছেন। আবার গতকালের কর্মীসভায় তাঁর অনুপস্থিতি সম্পর্কে তিনি জানালেন যে, সবকিছুর একটা সৌজন্য থাকে। যেখানে তার সম্মান নেই, সেখানে কেন তিনি যাবেন?

তবে গতকালের কর্মীসভা প্রসঙ্গে নাকাশিপাড়া ব্লক সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায় জানালেন যে, জেলা নেতৃত্বর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল যে, এই সভায় কাদের কাদের কাদের আমন্ত্রণ করা হবে। সেই নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে পার্টি অফিস সম্পর্কে তিনি জানালেন যে, তৃণমূল কর্মীদের বিধায়ক জানিয়েছেন যে, গত ৮ ই নভেম্বর যে পার্টি অফিসের উদ্বোধন করা হয়েছে। ওটাই হল তৃণমূলের মূল কার্যালয়। এভাবে নাকাশিপাড়ায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার ভাবাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!