এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শোভন চট্টোপাধ্যায়কে দলে সক্রিয় করতে মাস্টারস্ট্রোক দিলীপ ঘোষের, জেনে নিন !

শোভন চট্টোপাধ্যায়কে দলে সক্রিয় করতে মাস্টারস্ট্রোক দিলীপ ঘোষের, জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে বিজেপি দলের সমস্ত নেতা নেত্রীরা সক্রিয় ও সদর্থক ভূমিকা পালন করুন এটাই বিজেপির রাজ্য সভাপতির অন্বিষ্ট। সম্প্রতি বিজেপি নেতা মুকুল রায়কে বিজেপি দলে সক্রিয় করে করে তুলেছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এবার শোভন চট্টোপাধ্যায়কে দলে সক্রিয় করার জন্য বিশেষ উদ্যোগ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শোভন চট্টোপাধ্যায় গত এক বছর হল বিজেপিতে যোগদান করার পরও দলের মধ্যে তিনি অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। এর অন্যতম কারণ হলো তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে কিছুটা গুরুত্বহীন করে রাখা। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বহীন করে রাখবার কারণেই তিনি বিক্ষুব্ধ একসময় তৃণমূল দল ত্যাগ করেছিলেন। এর পরে বিজেপিতে যোগ দিয়েও এই অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। এ কারণেই বিজেপি দলে শোভন চট্টোপাধ্যায় প্রায় নিষ্ক্রিয় হয়েই ছিলেন অনেকটা সময়।

প্রসঙ্গত বিজেপিতে শোভন চট্টোপাধ্যায়ের লেজুড় হিসেবেই দেখা হয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার ‘ডাল ভাতে’র মত মন্তব্যও করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল থেকে কিছুটা দূরে চলে গিয়েছিলে। শোভনকে বিজেপি দলে বহুবার সক্রিয় করবার প্রচেষ্টা চালানোর পরও তেমন কোনো সাফল্য আসেনি ইতিপূর্বে। অন্যদিকে তৃণমূল চেষ্টা চালিয়েছে তাকে তৃণমূল দলে ফেরাতে। তবে সফল হতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি শোভন চট্টোপাধ্যায় এর দলে নিষ্ক্রিয় হবার মূল কারণটি হলো বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বহীন করে রাখা। শোভন চট্টোপাধ্যায় চান বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেন তাঁর অনুকম্পার পাত্র হয়ে পড়েন। শোভন আছেন বলে তিনি আছেন এটা যেন না হয়। তাঁর যেন আলাদা একটা রাজনৈতিক পরিচিতি থাকে।

এরপর রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে বৈঠকের পর বিজেপির রাজ্য কর্মসমিতিতে শোভন চট্টোপাধ্যায়কে স্থান দেয়া হয়েছিল। কিন্তু এতেও শোভন চট্টোপাধ্যায় তেমন একটা খুশি ছিলেন না। কারণ, সেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্থান পাননি। এরপর এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শোভন চট্টোপাধ্যায়কে উৎসাহিত করতে তিনি তার নেতৃত্বাধীন বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর নাম ঘোষণা করলেন।

সামনে রয়েছে আগামী বিধানসভা নির্বাচন ও কলকাতা পুরসভা নির্বাচনের মতো বিষয়। এই দুই নির্বাচনে শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করা বিজেপির পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি । তাঁর এই বিশেষ পদক্ষেপ নেওয়ার পর শোভন চট্টোপাধ্যায় বিজেপি দলে দ্রুত সক্রিয় হয়ে উঠবেন বলে বিভিন্ন রাজনৈতিক মহলের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!