এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শোচনীয় পরাজয়ের পর কি হতে চলেছে বিজেপির আগামী দিনের পরিকল্পনা

শোচনীয় পরাজয়ের পর কি হতে চলেছে বিজেপির আগামী দিনের পরিকল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে আশানুরুপ ফল লাভ করতে পারেনি বিজেপি। শোচনীয় পরাজয়ের পর থেকে অনেকটা নিষ্প্রভ হয়ে গেছে বিজেপি। দলের রাজ্য নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বকে তেমন একটা দেখা যাচ্ছে না মানুষের সঙ্গে যোগাযোগ করতে। দলের কাজ-কর্মেও অনেককে খুব একটা দেখা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নেতা-নেত্রীকে দেখা গেলেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে খুব একটা দেখা যাচ্ছে না দলের নেতা-নেত্রীদের।

দলের এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এর ফলে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে দলের আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে। তাই এই পরিস্থিতিতে সমস্ত রকম পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে মানুষের পাশে এগিয়ে আসার পরিকল্পনা নিতে চলেছে গেরুয়া শিবির। দেখা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বর সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় মন্ডল নেতৃত্বদেরও সেভাবে দেখা যাচ্ছে না। তাঁরা কাজে না আসায় অনেক সময় ক্ষুব্ধ হচ্ছেন সাধারণ মানুষ।

অভিযোগ উঠেছে, করোনা পরিস্থিতিতে অন্যান্য দলের নেতাকর্মীরা যেভাবে এগিয়ে আসছেন, বিজেপির নেতা কর্মীদের মধ্যে তা দেখা যাচ্ছে না। এর মধ্যে চলছে ঘূর্ণিঝড় যশের তান্ডব। এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষায় এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুর বিধানসভা এলাকায় অক্সিজেন হুইলস পরিষেবা চালু করলেন। বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকার একাধিক বাড়িতে গিয়ে স্যানিটাইজেসনের কাজ শুরু করেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মানুষের প্রাণ রক্ষা হলো তাঁর প্রধান কর্তব্য। গতবছর মন্ত্রী থাকার সুবাদে আম্ফানের সময় তিনি যতটা কাজ করতে পেরেছিলেন, এবার হয়তো তিনি ততটা কাজ করতে পারবেন না। কেন না প্রশাসনের সহযোগিতা মিলছে না। তবুও প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে সম্প্রতি দলের নেতাকর্মীদের এক বিশেষ নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। দলকে তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে হাত মিলিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। মানুষের পাশে দাঁড়াবার নির্দেশ দিয়েছেন তিনি দলের নেতাকর্মীদের। ওষুধপত্র, খাবার, ত্রিপল দিয়ে তাঁদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি নির্দেশ দিয়েছেন।

এভাবেই পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে ক্রমশ মাঠে নামার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্ব। নির্বাচনের পর ভোট-পরবর্তী সন্ত্রাসের সময় দলের কর্মীদের পাশে নেতাদের সেভাবে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন কর্মীরা। বেশ কিছু স্থানে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি নেতাদের। তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। পরাজয়ের পর দলের অনেকের মধ্যেই দেখা দিয়েছিল গা-ছাড়া মনোভাব। যা দলের শীর্ষ নেতৃত্বকে উদ্বেগে রেখেছিল। তাই এবার সমস্ত কিছু ঝেড়ে ফেলে নতুন করে দলকে সাজিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!