এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক, অস্বস্তি তুঙ্গে!

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক, অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই তৃণমূলের অস্বস্তি বাড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় দলের নানা জনপ্রতিনিধি প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন, যা নিয়ে কার্যত বিড়ম্বনায় পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে যখন বিরোধী দলের পক্ষ থেকে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে, তখন তৃণমূলের জনপ্রতিনিধিরা দল সম্পর্কে নানা মন্তব্য করায় পরিস্থিতি ক্রমশ বেগতিক আকার ধারণ করতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে রাজ্য নেতৃত্বকে ব্যাপকভাবে বিড়ম্বনার মধ্যে ফেলে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সূত্রের খবর, এদিন একটি ফেসবুক পোস্ট করেন এই তৃণমূল বিধায়ক। যেখানে রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি লেখেন, “নেতারা ব্যস্ত বলেই আমি ফেসবুকে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানালাম। গতকাল রাজ্য স্তরের নেতা সাংগঠনিক আলোচনার জন্য দিনহাটায় এসেছিলেন। বিধায়ক, তিন ব্লক সভাপতি, শহর নেতৃত্বের বড় অংশ, ওয়ার্ডে সভাপতিরা কেউ জানেন না। কেমন সাংগঠনিক আলোচনা!”

বিশেষজ্ঞরা বলছেন, উদয়ন গুহ এই পোস্ট করে রাজ্য নেতা হিসেবে রবীন্দ্রনাথ ঘোষকেই কটাক্ষ করলেন। স্বাভাবিক ভাবেই এই ধরনের ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলা তৃণমূলের অন্দরমহলে। অনেকে বলছেন, এই ধরনের মন্তব্য করার পর দলের অনেকেই তাকে বেসুরো বলে কটাক্ষ করতে পারে। তাই নিজের পোস্টে নিজেকে “বেসুরো নন” বলেও বুঝিয়ে দিয়েছেন উদয়নবাবু। পাশাপাশি এই ধরনের পোস্ট করে তা মন্তব্য করে ইতিমধ্যেই একাধিক তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধি দলত্যাগ করেছেন।

স্বাভাবিকভাবেই তিনি এই ধরনের মন্তব্য করলেও তিনি যে দলত্যাগ করবেন না, তাও বুঝিয়ে দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তবে ফেসবুক পোস্টে যেভাবে তিনি কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কটাক্ষ করলেন, তাতে কোচবিহার জেলার গোষ্ঠীদ্বন্দ্ব আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিধানসভা নির্বাচনের আগে দিনহাটার তৃণমূল বিধায়কের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ নিঃসন্দেহে মুখে ফেলে দেবে ঘাসফুল শিবিরকে বলেই দাবি বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, শুক্রবার দিনহাটায় তৃণমূলের কার্যালয় গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। যেখানে গিয়ে সাংগঠনিক বৈঠক করেছিলেন তিনি। কিন্তু সেখানে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সহ অনেকেই আমন্ত্রণ পাননি। আর তারপরই এদিনের ফেসবুক পোস্টে কেমন সাংগঠনিক আলোচনা, বলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেই তৃণমূল বিধায়ক।

অনেকে বলছেন, এই তৃণমূল বিধায়কের ক্ষোভ থাকা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কেননা রবীন্দ্রনাথ ঘোষ সেখানে গিয়ে সাংগঠনিক বৈঠক করলেও, যেখানে দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন সকলকে নিয়ে চলতে হবে, সেখানে বিধায়ককে কেন তিনি সেই বৈঠকে আমন্ত্রণ জানালেন না! সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে।

যার পরে এবার উদয়ন গুহর পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে মুখে উদয়ঞবাবু যে কথাই বলুক না কেন, যেভাবে পোস্ট করে তিনি রাজ্য নেতৃত্বকে বিড়ম্বনার মুখে ফেলে দিলেন, তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!