এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা আতঙ্কেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও, পুলিশের জালে অভিযুক্ত

করোনা আতঙ্কেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও, পুলিশের জালে অভিযুক্ত

করোনা ভয়াবহতার মধ্যে সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ গুজব না ছড়ান, তার জন্য সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল বেশ কয়েকজনকে। কিন্তু তাতেও যে ভুয়ো খবর রটানোর প্রবণতা কমছে না, তা ফের প্রমাণিত হয়ে গেল। অভিযোগ, এবার এক অভিনেতাকে দিয়ে মিথ্যা খবর বলে সংবাদমাধ্যমে প্রচারের অভিযোগে গ্রেপ্তার করা হল বসিরহাটের উত্তর বাগুন্ডির এক যুবককে।

সূত্রের খবর, গত 15 এপ্রিল বসিরহাটের বেগমপুরের বাসিন্দা অভিনেতা মোবারক মন্ডল স্বরুপনগর এলাকায় গিয়েছিলেন। আর সেখানেই আমবাগানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর স্থানীয় যুবকরা তাকে একটি অভিনয় করে দেখাতে বলেন। যেখানে যুবকদের পক্ষ থেকে তাকে বলা হয় যে, রাজ্য সরকার ত্রাণ দিচ্ছে না। এটা নিয়ে একটা অভিনয় করুন। আর তখনই সেই মোবারক মন্ডল অভিনয় শুরু করেন।

যেখানে তিনি বলেন, “দুদিন ধরে খেতে পাই না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, আমরা তো আপনার সন্তান। আমাদের দেখুন। বিধায়ক সাংসদকে বলছি, আপনারা আমাদের একটু দেখুন। আর সহ্য করতে পারছি না। আমাদের দেখুন, নয়তো গুলি করে মেরে দিন।” আর এরপরই মোবারক মন্ডলের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যার পরেই শুরু হয় চাঞ্চল্য। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, এই হচ্ছে রাজ্য সরকারের বর্তমান অবস্থা। যেখানে করোনার সময় ত্রানের অভাবে অনেকেই এভাবে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন। তবে মোবারকবাবু পরবর্তীতে অবশ্য এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খোলেন।

যেখানে তিনি বলেন, “আমার পরিবারের সাতটা রেশন কার্ড আছে। বিনামূল্যে সব কিছু পাই। এর কোনো তুলনা হয় না।” পাশাপাশি তিনি এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেন। মোবারক মন্ডল আরও বলেন যে, তাকে দিয়ে কিছু যুবক এই ব্যাপারে অভিনয় করে নিয়েছে। আর তারপর সেটা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করে দিয়েছে। আর প্রথমে তার ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলেও, পরবর্তীতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করায় এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। ইতিমধ্যেই এই ব্যাপারে এনামুল সাহাজি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়ো খবর রটানোর জন্যই এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এদিকে তার বসিরহাট এলাকার এক মানুষকে নিয়ে এইভাবে মিথ্যে ভিডিও করায় 1 ব্যক্তি গ্রেফতার হওয়ায় এখন সন্তোষ প্রকাশ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন পুলিশের পোস্টে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ পুলিশ ধন্যবাদ। জাল খবর শেয়ার না করার অনুরোধ করছি সকলকে।” তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করা হচ্ছে। প্রথমে মোবারক মন্ডল এক কথা বললেও পরবর্তীতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করায় রাজনীতি খুঁজে পাচ্ছেন বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “ওই দ্বিতীয় ভিডিও থেকে আবার প্রমাণিত হল, এই রাজ্যের পুলিশ কতটা দলদাস। তারা ওই ব্যক্তিকে ভয় দেখিয়ে নিজেদের সুবিধামতো কথা বলিয়ে নিয়েছে। কিন্তু বাস্তবে রেশন কতটা মিলছে রাজ্যের গরিবেরা নিজেদের অভিজ্ঞতা থেকেই তা জানেন।”

আর এই সমস্ত কিছু দেখে বাংলার মানুষ এখন তীব্র হতাশ তাদের দাবি সামান্য ঘটনার মধ্যেও যেভাবে রাজনীতি এবং খবর ছড়িয়ে পড়ছে তাতে বিঘ্নিত হচ্ছে জনপরিষেবা। এই সময়েও যদি রাজনীতির কারবারিরা নিজেদের মধ্যে ইগোকে দূরে সরিয়ে রাখতে না পারেন, তাহলে ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বাংলা, তা জানেন না কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!