এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সোশ্যাল মিডিয়ায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে আক্রমণ শানাতে গিয়ে পুলিশের জালে সংখ্যালঘু ডাক্তার

সোশ্যাল মিডিয়ায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে আক্রমণ শানাতে গিয়ে পুলিশের জালে সংখ্যালঘু ডাক্তার

করোনা মহামারীর মধ্যে কেউ যাতে কোনোরূপ গুজব না ছড়ান, তার জন্য বারবার সরকারের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। এমনকি এই ব্যাপারে গুজব ছড়ানোর জন্য বেশ কিছু জনকে গ্রেপ্তারও করেছে প্রশাসন। আর এবার করোনা মহামারীর মধ্যে মগরাহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লাকে ফেসবুকে অশালীন আক্রমণের অভিযোগে গ্রেফতার করা হল এক চিকিৎসককে। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ইমতিয়াজ কবীর নামে এক ব্যক্তি মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লার একটি ছবি ফেসবুকে পোষ্ট করেন। আর মন্ত্রী মশাইয়ের সেই ছবিটিই শেয়ার করতে দেখা যায় গিয়াস লস্কর নামে আরেক তৃণমূল সমর্থককে। অভিযোগ, শেয়ার করা মন্ত্রীর সেই ছবিতেই কমেন্ট বক্সে অশ্লীল মন্তব্য করতে দেখা যায় উত্তরকুসুমের মাঝেরহাটের বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার জনৈক ডি জামানকে।

আর এরপরেই সেই অভিযুক্ত ব্যক্তিকে ভোলেরহাটের চেম্বার থেকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত তৃণমূল সমর্থক সইদুল্লা শেখের অভিযোগের ভিত্তিতেই সেই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে প্রথমে মন্ত্রীর শেয়ার করা ছবিতে অশ্লীল মন্তব্য করলেও, এখন তা নিয়ে ক্ষমা চাইতে দেখা গেছে সেই অভিযুক্ত ডাক্তারবাবুকে। কিন্তু তার ছবিতে এরকম কমেন্ট কেন? এতে কি তিনি অস্বস্তিতে পড়লেন না?

এদিন এই প্রসঙ্গে রাজ্যের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রীর সৈনিক হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি। তা সত্ত্বেও যদি কেউ আমাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করেন, তাহলে কিছু বলার নেই। কে কী বলল, তা নিয়ে এত মাথা ঘামানোর সময় নেই। তবে ওই ব্যক্তি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন বলে শুনেছি। বোধহয় ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। ভুল বুঝতে পারায় ওনাকে ক্ষমা করে দিলাম।” সব মিলিয়ে এবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর ছবিতে অশ্লীল মন্তব্য করায় এক চিকিৎসকের গ্রেপ্তারের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!