এখন পড়ছেন
হোম > জাতীয় > সোশ্যাল মিডিয়ায় হিন্দু বিরোধী পোস্ট করে দল থেকে সাসপেন্ড হলেন শাসকদলের প্রাক্তন বিধায়ক!

সোশ্যাল মিডিয়ায় হিন্দু বিরোধী পোস্ট করে দল থেকে সাসপেন্ড হলেন শাসকদলের প্রাক্তন বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিগত বেশ কয়েকদিন ধরেই ধর্মীয় রাজনীতি আলোচনার শীর্ষে উঠে এসেছে। হিন্দু ধর্ম বরাবরই সনাতন ধর্ম হিসেবে পরিচিত ভারতবাসীর কাছে। আর সেই হিন্দু ধর্মের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে, তা নিয়ে দেশজুড়ে যে প্রবল আলোড়ন উঠবে সে কথা বলাই বাহুল্য। সম্প্রতি আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিং সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্ম বিরোধী একটি পোস্ট করেন। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।

তড়িঘড়ি আপ শীর্ষ নেতৃত্ব বিধায়ক জার্নেল সিংয়ের সদস্যপদ খারিজ করে তাঁকে সাসপেন্ড করে। ইতিমধ্যে অবশ্য সাসপেন্ডেড বিধায়ক জার্নেল সিং নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্নভাবে সাফাই গেয়েছেন বলে জানা গেছে। তবে তাতে তাঁর শাস্তি বিন্দুমাত্র কমেনি বলে জানা গেছে। জার্নেল সিং পরিচিত ছিলেন রাজৌরিগার্ডেন এর বিধায়ক হিসেবে। যদিও বর্তমানে তিনি প্রাক্তন বিধায়ক হয়ে গেছেন। সম্প্রতি জার্নেল সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেটি হিন্দু ধর্ম বিরোধী ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই আপের এই নেতাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। তড়িঘড়ি দলের সাধারণ সভায় জার্নেল সিংকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাঁর প্রাথমিক সদস্যপদও খারিজ করে দেওয়া হয় আপ এর পক্ষ থেকে। সাথে জানিয়ে দেওয়া হয়, আপ একটি ধর্মনিরপেক্ষ দল। সেখানে অন্য ধর্মকে অসম্মান করে দলে স্থান হবেনা। তবে জার্নেল সিং এবারেই নয়, এর আগেও বহুবার বিতর্কের মাধ্যমে উঠে এসেছিলেন খবরের শিরোনামে। জানা যায়, 1984 সালে শিখ দাঙ্গায় কংগ্রেসের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জার্নেল সিং প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে জুতো ছুঁড়ে মারেন। এদিকে 2017 সালে পাঞ্জাবের ভোটে লড়ার জন্য তাঁর পদ থেকে তিনি ইস্তফা দেন। ফলে দলের সঙ্গেও বাড়ে তাঁর দূরত্ব।

অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই জার্নেল সিং অবশ্য এই পোস্টটি নিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা চালিয়ে যান। তিনি দাবি করেন, এই পোষ্ট তিনি তাঁর মোবাইল থেকে করেননি। পাশাপাশি তিনি যে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেকথাও জানান। যদিও প্রাক্তন বিধায়কের কথায় কোনমতেই কর্ণপাত করতে রাজি নয় আপ। বিশেষজ্ঞদের মতে, আম আদমি পার্টি এই মুহূর্তে অন্যান্য দলের তুলনায় সার্বিকভাবে স্বচ্ছতার দিক থেকে এগিয়ে আছে জাতীয় রাজনীতিতে। সে জায়গায় এধরনের পোষ্ট তাঁদের ভাবমূর্তিকে কলঙ্কিত করতে পারে। আর তার জন্যই তড়িঘড়ি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!