এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সোশ্যাল মিডিয়ায় ‘মুক্তির সন্ধানে’ হেভিওয়েট তৃণমূল বিধায়ক! তীব্র জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে

সোশ্যাল মিডিয়ায় ‘মুক্তির সন্ধানে’ হেভিওয়েট তৃণমূল বিধায়ক! তীব্র জল্পনা শুরু রাজ্য রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের নিম্নস্তরের গোষ্ঠীদ্বন্দ্ব এতদিন পর্যন্ত খবরের শিরোনামে উঠে আসছিল। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। কিন্তু এবার তৃণমূল শিবিরের হেভিওয়েট তৃণমূল বিধায়কও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রকাশ্যে মুখ খুলছেন। আর তাই নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সম্প্রতি দক্ষিণবঙ্গের এক জনপ্রিয় তৃণমূল বিধায়ক ফেসবুকে এমন একটি পোস্ট করেন, যেখান থেকেই এই বিতর্কের সৃষ্টি। রাজনৈতিক মহলের অনেকের মতে, ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি কোথায় মুক্তি চাইছেন এবং কার কাছ থেকে মুক্তি চাইছেন- সে কথা অবশ্য স্পষ্ট হয়নি।

তবে পোস্টটি যে বিতর্কিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই পোস্ট হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সূত্রের খবর, সম্প্রতি ব্লক স্তর ও জেলায় ব্যাপক রদবদল ঘটেছে তৃণমূলে‌। তা নিয়ে রাজ্যসভার এক সাংসদের সঙ্গে এই বিধায়কের তুমুল তর্ক বিতর্ক হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, ওই সাংসদের সঙ্গে বিধায়কের মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে যায়। আর তারপরেই তিনি ফেসবুকে এরকম একটি পোষ্ট করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই বিধায়ক প্রথম থেকেই মুকুল অনুগামী। গতবছর লোকসভা নির্বাচনের পরে যখন বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় তৃণমূল ছাড়েন, সে সময় থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে, এই বিধায়কও দল ছাড়তে চলেছেন। যদিও তিনি সেকথা সম্পূর্ণরূপে অস্বীকার করেন। 2019 এর আগেও এই বিধায়ক দলের অন্দরেই বিদ্রোহ প্রকাশ করেছিলেন। যার জেরে তাকে পরিষদীয় সচিবের পদ হারাতে হয়েছিল বলে জানা যায়। অন্যদিকে সাম্প্রতিককালে বিধানসভা অধিবেশনে না থেকে এই বিধায়ক মুকুল রায়ের সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছান যা নিয়ে জল্পনা তুঙ্গে।

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূল শিবির এবার বিশেষ তোড়জোড় শুরু করেছে। তারই পরিপ্রেক্ষিতে দলের বিভিন্ন নেতা সাংসদদের মধ্যে ক্ষমতা বন্টন হয়েছে। কোনো নেতার ক্ষমতা ছাঁটাই হয়েছে, কেউ আবার পেয়েছেন বাড়তি ক্ষমতা। এইরকম রাজনৈতিক যুদ্ধের আবহের মধ্যে বিধায়ক ও সাংসদের রাজনৈতিক লড়াই যথেষ্ট অস্বস্তিজনক যে তৃণমূলের পক্ষে, তা একবাক্যে মেনে নিচ্ছেন সবাই।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!