এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের পদাধিকারীদের তালিকা! বোমাবাজি-গুলিতে ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের পদাধিকারীদের তালিকা! বোমাবাজি-গুলিতে ক্রমশ উত্তপ্ত পরিস্থিতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে একুশের বিধানসভা নির্বাচনের কারণে সাংগঠনিক পরিবর্তন, অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব- এই দুইয়ের টানাপোড়েনে এই মুহূর্তে রাজ্যের শাসকদলের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা একের পর এক সামনে আসছে। মনে করা হয়, 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল নেত্রী বুঝেছিলেন, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা অত্যাবশ্যকীয়। এই ভেবেই তিনি নির্দেশ দেন সমগ্র দলকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার।

কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতির বিশেষ কোনো হেরফের হয়নি বলে মনে করা হচ্ছে। আর এবার গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ফুটে উঠল মালদার চাঁচল এর জালালপুরে। সূত্রের খবর, রোববার রাতে মালদার চাঁচল এর জালালপুরে বোমাবাজি হয়, শূন্যে গুলিও চলে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনায় অভিযোগ উঠেছে চাঁচল 2 ব্লকের তৃণমূল সভাপতির অনুগামীদের দিকে। যদিও চাঁচলের ব্লক সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। এই গন্ডগোলের কারণে তৃণমূলের দুই গোষ্ঠীর কেউই পুলিশের কাছে কোনো রকম অভিযোগ করেননি।

কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে। অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, নতুন ব্লক সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম মালদা জেলা। ব্লক সভাপতি নির্বাচন নিয়ে সম্প্রতি কলকাতায় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন জেলা তৃণমূল সভাপতি মৌসুম নুর ও জেলার অন্যান্য নেতারা। দলীয় নেতৃত্ব থেকে অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি নতুন ব্লক সভাপতি কারা হচ্ছেন! কিন্তু দলীয় নেতৃত্ব ঘোষণা করার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা বেরিয়েছে ব্লক সভাপতি কারা হচ্ছেন তাই নিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই উত্তেজিত হয়ে ওঠে এলাকা। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে চাঁচল 2 ব্লকের সভাপতি হিসেবে নাম রয়েছে হবিবুর রহমানের। আর তাই নিয়েই শুরু হয়েছে চাঞ্চল্য। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, হবিবুর রহমানের বিরোধী গোষ্ঠী জেলা পরিষদ সদস্য উম্মেহানি বিবির স্বামী তথা ব্লকের কার্যকরী সভাপতি ইমদাদুল হক। এই হক গোষ্ঠী অভিযোগ জানায়, রবিবার রাতে জালালপুর নতুন বাজারে একটি হোটেলের পাশে হবিবুর রহমান একটি মিটিং করেন এবং তারপরেই তাঁর অনুগামীরা এলাকায় বোমাবাজি করে এবং গুলি চালায়।

অন্যদিকে হবিবুর রহমান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তবে চাঁচল এর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল শিবিরে গুঞ্জন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার তালিকার ওপর ভিত্তি করে এই বোমাবাজি মানা যায় না বলেই মত অনেকের। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরের এই গোষ্ঠীদ্বন্দ্ব যেরকম তীব্র চাপে ফেলছে তৃণমূল শিবিরকে, ঠিক সেভাবেই বিরোধীদলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। আর তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক জোর বাড়াতে দলীয় নেতৃত্বের অবিলম্বে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার দিকে নজর দেওয়া উচিত।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!