এখন পড়ছেন
হোম > অন্যান্য > সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলির জন্য আরো কিছুটা সময় বাড়ালো কেন্দ্র

সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলির জন্য আরো কিছুটা সময় বাড়ালো কেন্দ্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম গুলির জন্য নয়া নির্দেশিকা এনেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই নয়া নির্দেশ পালনের প্রস্তুতি নিতে বা এ বিষয়ে তাদের মতামত জানাতে তাদের তিন মাস সময় দেয়া হয়েছিল। গত ২৫ সে মে এই সময়সীমা অতিক্রম করে গেছে। এরপর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ একাধিক সংস্থার দেশের বাজারে স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এবার এ বিষয়ে আরো কিছুদিন সময় বাড়ালো কেন্দ্র।

সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর, বিতর্কিত, তথা সমাজের পক্ষে ক্ষতিকর পোস্ট দেওয়া বন্ধ করতে নয়া নির্দেশিকা এনেছে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর পোস্ট এর অভিযোগ এলে, সে বিষয়ে খতিয়ে দেখতে একজন বিশেষজ্ঞকে নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সোশ্যাল প্লাটফর্ম গুলিকে কেন্দ্রের এই নির্দেশ মেনে চলতে আরো ১৫ দিন সময় বাড়ালো কেন্দ্র। এর পরও যদি কেন্দ্রের নির্দেশ না মানা হয়, তবে ডিজিটাল প্লাটফর্ম গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে কেন্দ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ক্যু, গুগোল, ইউটিউবের মত সংস্থাগুলি এই নির্দেশ মেনে নিয়েছে। ফেসবুক শেষে ণতি স্বীকার করেছে। তবে, কিছু বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। অন্যদিকে কেন্দ্রের নয়া নির্দেশিকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ অভিযোগ করেছে, এই নির্দেশিকা চালু হলে তাদের গ্রাহকদের গোপনীয়তা নষ্ট হবে। অন্যদিকে টুইটারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই নয়া নির্দেশিকার ফলে ফ্রিডম অফ এক্সপ্রেশন বাধাপ্রাপ্ত হবে।

এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওটিটি ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিকে আরও ১৫ দিন সময় দেয়া হলো। এই ১৫ দিন সময়ের মধ্যে তাদের পরিকল্পনা কেন্দ্রের কাছে স্পষ্টভাবে জানাতে হবে। ১৫ দিনের মধ্যেও যদি তারা কোনো পদক্ষেপ না নেয়, তবে দেশে তাদের অস্তিত্ব অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!