এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সোশ্যাল মিডিয়ায় আবার সরব সৌমিত্র খাঁ, সাংসদের অভিমান দূর করতে নাস্তানাবুদ গেরুয়া শিবির

সোশ্যাল মিডিয়ায় আবার সরব সৌমিত্র খাঁ, সাংসদের অভিমান দূর করতে নাস্তানাবুদ গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একাধিকবার বিস্ফোরক বক্তব্য রাখতে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। ইতিপূর্বে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক বক্তব্য রাখতে দেখা গিয়েছিল তাঁকে। আবার গত বুধবার রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যদিও পরবর্তীকালে সিদ্ধান্ত বদল করেন তিনি। এবার আবার সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যেখানে জল ও দুধের বন্ধুত্বের কথা তুলে ধরেছেন তিনি।

ফেসবুকে সৌমিত্র খাঁ একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন যে, জল, দুধের সঙ্গে বন্ধুত্ব করে, নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে যায়। যা দেখে দুধ জলকে বলে, জল যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে তার সঙ্গে মিশে গেছে, সে বন্ধুত্ব পালন করবে দুধ। তাই আজ থেকে জল বিক্রি হবে তার দামে। আবার, যখন ফোটানো হয়, তখন জল বলে এবার তার বন্ধুত্ব পালন করার পালা। দুধের আগেই মৃত্যুবরণ করে জল। তাই জল আগে শেষ হয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুধ যখন তার বন্ধু জলকে এভাবে মৃত্যুবরণ করতে দেখে, দুধ তখন উঠলে ওঠে আগুন নিভাবার চেষ্টা করে। কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধু জলকে উৎলানো দুধের সঙ্গে মিলিয়ে দেয়া হয়। তখন আবার শান্ত হয়ে যায় দুধ। কিন্তু এক ফোটা অম্ল জল ও দুধের নিবিড় বন্ধুত্বকে নষ্ট করে দিতে পারে। এভাবে জল ও দুধের বন্ধুত্বের কথা বলে, তিনি কাকে ইঙ্গিত করতে চাইছেন? তা তিনি স্পষ্ট করেননি। আবার অম্লের কথা বলে তিনি কাকে ইঙ্গিত করতে চাইছেন? সে কথা তিনি স্পষ্ট করেননি। তাঁর এই পোস্ট অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

অনেকে মনে করছেন, দলের বিরুদ্ধে এমন বক্তব্য রাখতে পারেন সৌমিত্র খাঁ। দলের সঙ্গে সম্পর্ক নিয়ে এভাবে মুখ খুলতে পারেন। যাকে ঘিরে অস্বস্তি বাড়ছে দলের। তাঁর অভিমান দূর করতে নাস্তানাবুদ দল। আবার, অনেকে মনে করছেন স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথাও উল্লেখ করতে পারেন এভাবে। স্ত্রী সুজাতা খাঁ তৃণমূলে যোগদান করার পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। এবার রাজনীতির সীমানা ছাড়িয়ে স্ত্রীকে বন্ধুত্বের বার্তাও দিতে তিনি পারেন, এমন একটা সম্ভাবনাও রয়েছে। তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ফেলে দিয়েছে তীব্র শোরগোল। এর উদ্দেশ্য নিয়ে বহু ব্যক্তি তুলেছেন বহু প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!