এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সোশ্যাল মিডিয়ায় শিশির অধিকারীকে ট্রোল, আদালতে যাবার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের

সোশ্যাল মিডিয়ায় শিশির অধিকারীকে ট্রোল, আদালতে যাবার হুঁশিয়ারি তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর দিয়ে একটি পোস্ট পাওয়া যাচ্ছে। যেখানে তাঁর ছবি, ফোন নম্বর দিয়ে লেখা রয়েছে বাবাকে বলো। তাঁর ফোন নম্বর পেয়ে বহু মানুষ শিশির অধিকারীকে ফোন করে বিরক্ত করছেন বলে, অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি। তবে, তাঁর অভিযোগ পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। তাই এবার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি জানিয়েছেন যে, এই ধরনের কাজ হল অপরাধমূলক কাজ। তাঁর ৮৩ বছর বয়স্ক পিতা এই ঘটনায় অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে আছেন। একজন বৃদ্ধ মানুষকে এভাবে উত্ত্যক্ত করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রসঙ্গত, গত কিছুদিন ধরেই এই ধরনের একটি পোস্ট বারবার পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিছুদিন আগে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বাবাকে বলো বলে কটাক্ষ করেছিলেন। এরপর থেকেই এই ধরনের একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফেসবুকে শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর দিয়ে বাবাকে বলো পোস্ট করা হয়েছিল, অল্পসময়ের মধ্যেই যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন দিব্যেন্দু অধিকারী। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ এখনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি। দিব্যেন্দু অধিকারি জানিয়েছেন, তাঁর বাবা শিশির অধিকারীর নাম দিয়ে একটি লোগো ছড়িয়ে দেয়া হয়েছে ফেসবুকে। ইচ্ছাকৃতভাবে ৮৩ বছর বয়স্ক শিশির অধিকারীকে বিরক্ত করছেন বহু মানুষ।

এই পোষ্টে দেওয়া শিশির অধিকারীর ফোন নম্বর পেয়ে বহু মানুষ ফোন করে বিরক্ত করছেন তাঁকে। সাংসদের অভিযোগ, এই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি, এফআইআর পর্যন্ত দায়ের করা হয়নি। তাই এবার এই ঘটনার প্রতিবাদে আদালতে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দ্রুত তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন এর প্রতিকারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!