এখন পড়ছেন
হোম > জাতীয় > সদ্য নির্বাচন থেকে শিক্ষা, ক্ষমতা ধরে রাখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর!

সদ্য নির্বাচন থেকে শিক্ষা, ক্ষমতা ধরে রাখতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সদ্য সমাপ্ত বাংলা সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি উত্তরপ্রদেশ, যে রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত, সেখানেও দাগ কাটতে পারেনি গেরুয়া শিবির। যেখানে উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই ব্যাকফুটে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে সামনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যাতে ক্ষমতা ধরে রাখা যায়, তার জন্য এখন রীতিমত মরিয়া চেষ্টা চালাচ্ছেন পদ্ম শিবিরের নেতারা। দফায় দফায় বৈঠক, মিটিং, রননীতি ঠিক করা ইত্যাদি বিষয়ের উপর জোর দিচ্ছে তারা।

সামনের বিধানসভা নির্বাচনে ক্ষমতা যদি দখল করা না যায়, তাহলে পরবর্তীতে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রে টিকে থাকা নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে। তাই এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন থেকেই মানুষের মন জয় করতে শুরু করে দিলেন প্রস্তুতি। পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু আসনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবার জন্য এবং বিরোধী শক্তিকে কুপোকাত করতে নয়া স্ট্র্যাটেজি তৈরি করলেন তিনি।

সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেখানে খাদ্য থেকে শুরু করে করোনা মোকাবিলার সমস্ত সরঞ্জাম এবং স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করার জন্য ব্লকে ব্লকে প্রশাসনকে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দলীয় সংগঠন শক্তিশালী করতে প্রতিটি জেলার বুথে বুথে প্রধানমন্ত্রীর “মন কি বাত” শোনার পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থাৎ এখন থেকেই বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের অভাব-অভিযোগ নিরসনের পাশাপাশি সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছেন যোগী আদিত্যনাথ। একাংশ বলছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যোগী আদিত্যনাথ সম্পর্কে খুব একটা ভালো রিপোর্ট নেই। এবারের বিধানসভা নির্বাচনে যদি উত্তরপ্রদেশে বিজেপি ভালো ফল করে, তাহলে যোগী আদিত্যনাথের ক্ষমতা অনেকটাই খর্ব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসেছেন তিনি। আর এবার নিজের প্রশাসনকে দিয়ে মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে সংগঠনকে চাঙ্গা করে তার নেতৃত্বে যাতে বিজেপি উত্তরপ্রদেশে ভালো ফল করে, তার চেষ্টা শুরু করে দিলেন হিন্দুত্বের পোস্টার বয় বলে পরিচিত যোগী আদিত্যনাথ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অনেকে আবার বলছেন, গত পঞ্চায়েত নির্বাচনে উত্তরপ্রদেশে অভূতপূর্ব ফলাফল করেছে সমাজবাদী পার্টি। এমনকি বহুজন সমাজবাদী পার্টির বেশকিছু বিধায়ক খুব দ্রুত সমাজবাদী পার্টিতে নাম লেখাতে পারে বলেও জল্পনা তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশ সিং যাদব এবং তার দল যে বিজেপিকে চাপে রাখতে বড় পদক্ষেপ গ্রহণ করবে, তা বলাই যায়।

তাই এই পরিস্থিতিতে ভবিষ্যতের পথ সুগম করতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের ভাবমূর্তি ভালো রাখার পাশাপাশি মানুষের কাছে পৌঁছে গিয়ে বিরোধীদের কুপোকাত করে উত্তরপ্রদেশে আবার  তার নেতৃত্বে দল ক্ষমতায় আসে সেই চেষ্টা শুরু করে দিলেন তিনি। তবে যোগী আদিত্যনাথের এই চেষ্টা কতটা সফলতা অর্জন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!